বাংলাদেশে গত দুই দশকে রাজনীতির মাঠে বেশ সরব দেখা যাচ্ছে তারকাদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, আসাদুজ্জামান নূর, মমতাজ, চিত্রনায়িকা মাহিয়া মাহি।
চিত্রনায়ক ফেরদৌস সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন সময়ই দেখা গেছে তাকে। প্রচারণা থেকে শুরু করে দলের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। শুধু যে দেশে তা কিন্তু নয়, কলকাতায় তার জনপ্রিয়তা থাকায় সেখানেও কয়েকবছর আগে টলিউড তারকাদের নির্বাচনের প্রচারণায় দেখা যায় এই নায়ককে। যদিও এই ঘটনায় তাকে অনেকদিন ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস। মনোনয়ন পাওয়ার পর থেকে নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন তিনি। অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ের পর থেকে স্বামীর সূত্রে রাজনীতিতে সরব হয়েছেন। এই সময়ে সিনেমা নিয়ে আপাতত তাকে সরব না পাওয়া গেলেও রাজনীতির মাঠে নিয়মিত তিনি আছেন। শুরুতে চাঁপাইনবাবগঞ্জ-২ থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়নের আবেদন করলেও সেখানে ব্যর্থ হন। তবে আশা ছেড়ে দেননি। পরবর্তীকালে রাজশাহী ১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে মনোনয়ন পান।
এরইমধ্যে প্রচারণা নিয়ে পুরোদমে ব্যস্ত এই নায়িকা। সেই ছবিও নিয়মিত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারকাদের এই রাজনীতিতে আসার এই চর্চাকে যেমন অনেকেই স্বাগত জানাচ্ছেন অন্যদিকে তাদের মূল কাজ থেকে সরে যাওয়া সমালোচনাও তৈরি করেছে। রাজনীতিই যেন এখন অনেক তারকার শেষ আশ্রয়।