কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। নাশকতার মামলায় পৌর শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। আমিমুল ইহছান সেই মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় অজ্ঞাতসহ আরও ১০০-১৫০ জন আসামি রয়েছে।
ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমিমুল ইহছান গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতার সঙ্গে জড়িত কি না তদন্ত সাপেক্ষে জানাবো। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল বলেন, প্রতিদিন পুলিশের হাতে নেতাকর্মীরা আটক হচ্ছে। আমিমুল ইহছানের নামে কোনো মামলা নেই।