বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ, ১৪৩২, ২৪ রজব, ১৪৪৭

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার সহধর্মিণী ও সন্তানদের ইভেন্ট সম্পন্ন

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার সহধর্মিণী এবং সন্তানদের ইভেন্টসমূহ শুক্রবার (২২ ডিসেম্বর) নগরের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস-এর সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অতিথি ছিলেন সিজেকেএস-এর যুগ্ম সম্পাদক অহিদ সিরাজ স্বপন ও নির্বাহী সদস্য দিদারুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

ফলাফল:
সহধর্মিণীদের চল্লিশোর্ধ্ব ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টে প্রথম মিসেস আবুল হাসনাত, দ্বিতীয় তাহমিনা আক্তার, তৃতীয় হয়েছেন মিসেস আবসার মাহফুজ । ডার্টে প্রথম চিনু মল্লিক, দ্বিতীয় মিসেস নুরউদ্দিন, তৃতীয় মিসেস শফিউল আলম। হিট দ্য স্ট্যাম্পে প্রথম মিসেস হাসনাত মোর্শেদ, দ্বিতীয় কান্তা দে, তৃতীয় মিসেস রেজাউল করিম।

সহধর্মিণীদের (অনূর্ধ্ব চল্লিশ) ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টে প্রথম মিসেস মহসীন কাজী, দ্বিতীয় মিসেস ফারুক তাহের, যৌথভাবে তৃতীয় মিসেস হুমায়ুন মাসুদ এবং রত্না বড়ুয়া। হিট দ্য স্ট্যাম্পে প্রথম মিসেস মহসীন কাজী, দ্বিতীয় মিসেস এমদাদুল হক, তৃতীয় মিসেস অনুপম বড়ুয়া। ডার্টে প্রথম সুরভী ঘোষ, দ্বিতীয় মিসেস লুবনা, তৃতীয় কামরুন নাহার।

সন্তানদের ইভেন্টের ফলাফল:
নার্সারি/কেজির ছেলেদের দৌড়ে প্রথম সৌমেন গোস্বামী, দ্বিতীয় ইনান রাওয়াত হোসাইন, তৃতীয় তানভির হায়াত। মেয়েদের ইভেন্টে শুভ্রনীলা বড়ুয়া তরী প্রথম, অংশুলা চৌধুরী দ্বিতীয় এবং শ্রভ্রনীলা দে তৃতীয় হয়েছে।
নার্সারি/কেজির ছেলেদের চকলেট দৌড়ে সৌমেন গোস্বামী প্রথম, ইনান রাওয়াত হোসাইন দ্বিতীয়, ফারাজ ওমর তৃতীয়, মেয়েদের ইভেন্টে রুমাইছা প্রথম, জান্নাতুল মাওয়া দ্বিতীয়, শুভ্রনীলা দে তৃতীয় হয়েছে।

নার্সারি/কেজির ছেলেদের বিস্কিট দৌড়ে ইনান রাওয়াদ হোসাইন প্রথম, সারফারাজ ইসলাম দ্বিতীয়, ইয়ামিন ফেরদৌস তৃতীয়, মেয়েদের ইভেন্টে শুভ্রনীলা দে প্রথম, সুবাইতা দ্বিতীয়, নুজহাত হায়দার নুসরা তৃতীয় হয়েছে।

প্রথম/দ্বিতীয় ছেলেদের দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে রাহনুমা আকশা রিদাহ প্রথম, মুসলিমা রাওনাফ হক দ্বিতীয়, রুফাইদা ওমর তৃতীয় হয়েছে।

প্রথম/দ্বিতীয় ছেলেদের চকলেট দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে রুফাইদা ওমর প্রথম, রাহনুমা আকসা রিদহা দ্বিতীয়, মুহতাসিম মার্জিয়া তৃতীয় হয়েছে।

প্রথম/দ্বিতীয় ছেলেদের বিস্কিট দৌড়ে আবরার আহমেদ প্রথম, ইউশায়া জামান দ্বিতীয়, মুনতাসিম আহমদ শাদ তৃতীয়, মেয়েদের ইভেন্টে মুহতাসি মার্জিয়া প্রথম, রুফাইদা ওমর দ্বিতীয়, রাহনুমা আকসা রিদাহ তৃতীয় হয়েছে।

তৃতীয়/চতুর্থ ছেলেদের দৌড়ে প্রথম সৌরিত্র গোস্বামী, সিরাতুন মুস্তাকিম চৌধুরী দ্বিতীয়, শেহজাদ আবদুল্লাহ আল আজান তৃতীয়, মেয়েদের ইভেন্টে ফারাহ তাহের প্রকৃতি প্রথম, জুমানা ইবনাত দ্বিতীয় হয়েছে।

তৃতীয়/চতুর্থ ছেলেদের চকলেট দৌড়ে মুনাজাত কাজী প্রথম, ইয়াছিন আহমেদ আনান দ্বিতীয়, সিরাতুল মোস্তাকিম চৌধুরী এবং আসওয়াত সরওয়ার আরাফ যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে স্নেহেতা বড়ুয়া প্রথম, প্রকৃতি দ্বিতীয়, জুমানা ইবনাত তৃতীয় হয়েছে।

তৃতীয়/চতুর্থ ছেলেদের অংক দৌড়ে শেহজাদ আবদুল্লাহ আল আযান প্রথম, আরহাম সাদি দ্বিতীয়,মুনাজাত কাজী এবং আসওয়াত সরওয়ার আরাফ যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে জুমানা প্রথম, প্রকৃতি দ্বিতীয়, স্নেহেতা তৃতীয় হয়েছে।

পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের দৌড়ে ফারহান ফোরদৌস প্রথম, জাবির করিম দ্বিতীয়, হোসইন ফায়াদ ইনতিসার তৃতীয়, মেয়েদের ইভেন্টে তোড়া বড়ুয়া প্রথম, শানজা তাবাস্সুম ঐশী দ্বিতীয়, আদিবা সুলতানা তৃতীয় হয়েছে।

পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের অংক দৌড়ে শাফি প্রথম, জাবির করিম দ্বিতীয়, চৌধুরী মো. ফারহান ফরিদ তৃতীয়, মেয়েদের ইভেন্টে তোড়া বড়ুয়া প্রথম, শানজা তাবাস্সুম ঐশী দ্বিতীয়, ওয়াসফিয়া ও সাবেরা হোসেন যৌথভাবে তৃতীয় হয়েছে।

পঞ্চম/ষষ্ঠ শ্রেণির ছেলেদের স্মৃতিশক্তি পরীক্ষায় হোসেন ফাইয়াজ প্রথম, ফারহান দ্বিতীয়, জাবির করিম তৃতীয়, মেয়েদের ইভেন্টে ওয়াসফিয়া প্রথম, সাবিরা হোসেন ইনসা দ্বিতীয়, শানজা তাবাস্সুম ঐশী ও দোয়া যৌথভাবে তৃতীয় হয়েছে।

সপ্তম/অষ্টম ছেলেদের দৌড়ে সৌম্য চক্রবর্তী প্রথম, শারদ প্রত্যুশ বল দ্বিতীয় এবং শাখাওয়াত হোসেন তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে ফাবিহা তাহের আবৃত্তি প্রথম, কৌশিকী বড়ুয়া দ্বিতীয়, প্রাচী রহমান তৃতীয় হয়েছে।

সপ্তম/অষ্টম ছেলেদের স্মৃতিশক্তি পরীক্ষায় রাইয়ান প্রথম, সৌম্য চক্রবর্তী দ্বিতীয়, শারদ প্রত্যুষ বল ও শুভ্রনীল দে যৌথভাবে তৃতীয়, মেয়েদের ইভেন্টে কৌশিকী বড়ুয়া প্রথম, প্রাচী রহমান দ্বিতীয়, আবৃতি ও ঐশিকা ভৌমিক যৌথভাবে তৃতীয় হয়েছে।

সপ্তম/অষ্টম ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে এহসানুল হক রাইয়ান প্রথম, শারদ প্রত্যুষ বল দ্বিতীয়, শুভ্রনীল দে তৃতীয়, মেয়েদের ইভেন্টে আবৃত্তি প্রথম, ঐশিকা ভৌমিক দ্বিতীয়, প্রাচী রহমান তৃতীয় হয়েছে।

নবম/দশম ছেলেদের দৌড়ে শাফকাত আবরার প্রথম, তাহসিন হাসান রোহান দ্বিতীয়, অভ্র বড়ুয়া তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে মালিহাতুস সাদিয়া প্রথাম, ইবতিদা সিনাত দ্বিতীয়, আসফি রায়হান তৃতীয় হয়েছে।

নবম/দশম ছেলেদের ভারসাম্য দৌড়ে সাফকাত আবরার প্রথম, অভ্র বড়ুয়া দ্বিতীয়, জিবরান মাহফুজ তৃতীয়, মেয়েদের স্মৃতিশক্তি পরীক্ষায় তাসফি রায়হান প্রথম, উম্মে হাবিবা দ্বিতীয়, মালিহাতুস সাদিয়া ও ইবতিদা সিনাত যৌথভাবে তৃতীয় হয়েছে।

নবম/দশম ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে জিবরান মাহফুজ প্রথম, জাওয়াদ যাহিন দ্বিতীয়, সাফকাত আবরার তৃতীয়, মেয়েদের ইভেন্টে উম্মে হাবিবা প্রথম, আসফি রায়হান দ্বিতীয়, ইবতিদা সিনাত তৃতীয় হয়েছে।

কলেজের ছেলেদের দৌড়ে আবরার হাসান প্রথম, মিশকাতুল ফেরদৌস দ্বিতীয়, নাঈমুর রহমান রাফি তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে আফিফা সুলতানা প্রথম, শারমিন হক দ্বিতীয় হয়েছে।

কলেজের ছেলেদের হিট দ্য স্ট্যাম্পে আবরার হাসান প্রথম, তাওসিফ দ্বিতীয়, মেয়েদের ইভেন্টে আফিফা সুলতানা প্রথম, শারমিন হক দ্বিতীয় হয়েছে।

কলেজের ছেলেদের ডার্টে অপূর্ব বড়ুয়া প্রথম, আবরার হাসান দ্বিতীয়, তানভীর হাসান তৃতীয়, মেয়েদের ইভেন্টে শারমিন হক প্রথম, আফিফা দ্বিতীয়, ফারজানা রহমান মিশু তৃতীয় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দৌড়ে সিয়াম হাসান প্রথম, মিফতাহুল ফেরদৌস দ্বিতীয়, অনাবিল বড়ুয়া তৃতীয়, মেয়েদের ভারসাম্য দৌড়ে ত্রমিলা বড়ুয়া প্রথম এবং পূর্ণা বড়ুয়া দ্বিতীয় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হিট স্ট্যাম্পে মইনুল প্রথম, সিয়াম দ্বিতীয়, সত্যেন তৃতীয়, মেয়েদের ইভেন্টে ত্রমিলা বড়ুয়া প্রথম, পূর্ণা বড়ুয়া দ্বিতীয়, জারিন ইবনাত তৃতীয় হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ডার্টে মইনুল ইসলাম প্রথম, উৎসব বড়ুয়া দ্বিতীয়, অপরূপ বড়ুয়া তৃতীয়, মেয়েদের ইভেন্টে যারিন ইবনাত প্রথম, ত্রমিলা বড়ুয়া দ্বিতীয়, পূর্ণা বড়ুয়া তৃতীয় হয়েছে।

খেলা পরিচালনায় ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, আবু জাফর মো. হায়দার, দেবাশীষ বড়ুয়া দেবু, সাইফুল্লাহ চৌধুরী, সুলতান মাহমুদ সেলিম, গোলাম মাওলা মুরাদ, ওমর ফারুক, স্থায়ী সদস্য রাজেশ চক্রবর্তী, মো. ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়া, অনুপম বড়ুয়া প্রমুখ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

 জামায়াতসহ ১১ দলের সমঝোতা ১০ শতাংশ আসন উন্মুক্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা চললেও এখনও চূড়ান্ত ঐকমত্যে

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানে বিরোধীদের সমর্থন করায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেশের রাষ্ট্রদূতদের তলব করে

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »