শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, প্রধানমন্ত্রীর বাণী ও নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আবুল হাসনাত খাঁন।
উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির ফরাজী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছাড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভাশেষে ২জন নারী জয়িতাকে সম্মাননা সূচক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয় এবং ৫টি নারী সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।