মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৮ রানের লিড পায় কিউইরা। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে বন্ধ থাকে।
শুক্রবার ( ৮ডিসেম্বর) শেষ পর্যন্ত যথেষ্ট আলো না থাকায় বিকেল ৪টা ১৫ মিনিটে তৃতীয় দিনের খেলা এখানেই শেষ করেন আম্পায়াররা।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩ রানে ২ বলে ২ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়।
এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার জাকির হাসান। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৩৮ রানে ২৪ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। জাকির ২১ বলে ১৬ ও মুমিনুল ১ বলে ০ রানে অপরাজিত আছেন।
তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাঈম। ডানহাতি অফস্পিনার বলেছেন, ‘আমরা যদি ২০০-২২০ রান করতে পারি, তাহলে ম্যাচটা জিততে পারবো আশা করি। আমাদের বোলারদের প্রত্যেককেই ভালো বল করতে হবে। ওদের উইকেট দ্রুত তুলে নিতে হবে।’
নাঈম আরও যোগ করেছেন, ‘আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো, তত ভালো হবে।’