খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দু্ই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন।
জানা গেছে, দীঘিনালা ইউনিয়নের আল্লাহ দান ইটভাটা ও মেরুং ইউনিয়নের ৪ বিএম ব্রিক্সে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩এর ১৬ ধারায় ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করায় ৬০ হাজার টাকা জরিমানা করেন। তবে এসময় ইটভাটা দুটিতে মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় তাদের দায়িত্বরত কর্মকর্তারা জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মুহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, কাঠ দিয়ে ইট পোড়ানোয় দুই প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা হয় এবং কাঠের বদলে কয়লা দিয়ে ইট পোড়ানো নির্দেশ দেওয়া হয়।