বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন

মুক্তি ৭১ ডেস্ক

সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিকরণের বিরুদ্ধে চট্টগ্রামের সংস্কৃতিকর্মী, প্রকৃতিপ্রেমী, সমাজকর্মী, সাংবাদিকসহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন সংস্থা নানা অজুহাতে সবুজ প্রকৃতি ধ্বংস করে বাণিজ্যিকীকরণের পাঁয়তারা করছে। এভাবে ধীরে ধীরে চট্টগ্রামের সবুজ হারিয়ে যেতে বসেছে। এক সময় চট্টগ্রাম শহরটি গাছ-গাছালি, পাহাড়, নদী, ঝিল এবং খোলা জায়গায় পরিপূর্ণ ছিল। কিন্তু কালের বিবর্তনে পড়ে চট্টগ্রামের সেসব প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন সংস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোন প্রকার সমীক্ষা ছাড়াই সবুজ প্রকৃতি ধ্বংস করছে। মনগড়া উন্নয়ন প্রকল্পের মাধমে সবুজ প্রকৃতি বিলীন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে চট্টগ্রামের সবুজ প্রকৃতি ধ্বংস হয়ে বিরাণভূমিতে পরিণত হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

প্রকৃতি অকৃপণ হাতে আমাদের এসব সবুজ উপহার দিলেও আমরা নিজেরাই আমাদের সবুজ ধ্বংস করছি। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশের ক্ষতির চেয়ে বাণিজ্যিকরণটা সেখানে অনেক বেশি গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আমরা এটা বিবেচনা করি না যে, প্রকৃতি ধ্বংস করা মানে পরিবেশ বিপন্ন করা। আর পরিবেশ বিপন্ন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকেও বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছি। তাই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশের বিষয়টা গুরুত্ব দেওয়া একান্ত জরুরি বলেও মনে করেন তিনি।

সাগর, নদ-নদী, পাহাড়, ঝিলসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামের গুরুত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এখানে টানেল নির্মাণ করা হয়েছে। আরো বৃহৎ বৃহৎ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্তির মধ্য দিয়ে চট্টগ্রামকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী নগরীতে রূপান্তরের কাজ চলছে। তাই বিভিন্ন সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশের সৌন্দর্য রক্ষা করাটা একান্ত জরুরি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প গ্রহণের পূর্বে পরিবেশ যাতে নষ্ট না হয় সে বিষয়টা গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও পরিবেশের প্রতি অত্যন্ত সদয়। তাই আমাদেরও এমন কোন প্রকল্প গ্রহণ করা উচিত হবে না যেখানে সবুজ প্রকৃতি কিংবা পরিবেশের ক্ষতি হয়। সম্প্রতি সিআরবির সবুজ প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে এক হয়েছিল চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। অবশেষে সেখানে হাসপাতাল নির্মাণের প্রকল্প থেকে সরে আসে কর্তৃপক্ষ।

চট্টগ্রামের জেলা প্রশাসনও চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতি রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। তাই চট্টগ্রামের আনাচে-কানাচে যেখানেই সবুজ প্রকৃতি ধ্বংস করা হবে সেখানেই প্রতিবাদের কন্ঠ সরব রাখার জন্য চট্টগ্রামের আপামর জনগনের প্রতি আহবান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ছাবের ভাই নেই : চট্টগ্রামের রাজনৈতিক গগনের দেদীপ্যমান সূর্য ডুবে গেল

গতকাল বিকেল ৪ টার দিকে নগরীর গোলপাহাড়স্থ রয়েল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ছাবের ভাই দীর্ঘদিন থেকে গুরুতর রোগে

বিস্তারিত »

রাউজানে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ হাটহাজারীতে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮

বিস্তারিত »

কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে?

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি-সমৃদ্ধ এই দেশটির ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি

বিস্তারিত »

‘ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নাই’

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই

বিস্তারিত »

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে; তাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের

বিস্তারিত »

মেতেছে চট্টগ্রাম ফানুস উৎসবে

কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে

বিস্তারিত »

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত »

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড র‌্যামসডেল ও শিমন সাকাগুচি। ইমিউন সিস্টেমের মৌলিক প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত গুরুত্বপূর্ণ

বিস্তারিত »

রাজনীতির বরপুত্র, সফল নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের রাজনীতির একটি বর্ণাঢ্য আকর্ষক চরিত্র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, চট্টগ্রামের অভিভাবক সংস্থা পৌর কর্পোরেশনের একবার প্রশাসক ও একবার মেয়র, দেশে

বিস্তারিত »