‘সত্যের জয় অনিবার্য’ এ মূলমন্ত্রকে অন্তরে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (১৫নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা ইউনিটের আয়োজনে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীতের পরিবেশন এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা ইউনিটের সভাপতি সমীর চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা যুগল।
সংগঠনের সাধারণ সম্পাদক যতীন বিকাশ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য জনসংহতি সমিতির দীঘিনালা কমিটির সাধারণ সম্পাদক চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
সভায় বক্তারা বলেন, শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমএন লারমা কাজ করে গেছেন। ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি করা হয়েছে। এতে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। পাহাড়ি বাঙালি সকলে মিলে সম্প্রীতি বজায় রেখে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে হবে। ঐক্য প্রতিষ্ঠা করে জুম্ম জাতির অধিকার আদায় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি চুক্তি ধারা বাস্তবায়ন করতে কাজ করতে হবে।