শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ, ১৪৩২, ১৪ জমাদিউস সানি, ১৪৪৭

`বিএনপি-জামায়াত পরাজিত হয়ে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে’

মুক্তি ৭১ প্রতিবেদক

আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি-জামায়াত জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে, জ্বালাও-পোড়াও করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

রোববার (১২ নভেম্বর) সকালে বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় নগরের নিমতলা চত্বরে বন্দর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এসময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র চলমান আন্দোলনে পরাজিত হয়ে এখন জনগনের উপর প্রতিশোধ নিচ্ছে। তারা বুঝে গিয়েছে যে, তাদের অবরোধে জনগণ আর সাড়া দিবে না। তাই তারা এখন সাধারণ জনগণের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে।
তিনি বলেন, একজন সাধারণ নাগরিকের উপার্জনের একমাত্র অবলম্বনটিকে পুড়িয়ে দিতেও দ্বিধা করছে না বিএনপি-জামায়াত চক্র। একটি রাজনৈতিক দল কতটুকু নৃশংস হলে এ ধরণের অমানবিক কাজ করতে পারে সে প্রশ্নও রাখেন তিনি। অবশ্য বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালাও-পোড়াও করা। অতীতেও তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করেছে, বাস পুড়িয়েছে-মানুষ পুড়িয়েছে, এমনকি জীবজন্তু পর্যন্ত তাদের হিংস্রতার হাত থেকে রেহাই পায়নি। তাই বিএনপি-জামায়াত চক্রকে রুখে দেওয়ার সময় এসে গেছে।

সুজন বলেন, যারা আন্দোলনের নামে জনগণের ক্ষতি সাধন করবে তাদেরকে আর কোনভাবেই ছাড় দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, রাস্তায় স্বতস্ফুর্তভাবে গাড়ি নেমে এসেছে। সবাই এখন বুঝে গেছে যে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই কোনভাবেই দেশকে আর পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না। সারা বাংলাদেশে আজ উন্নয়নের মহোৎসব চলছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই একের পর এক মেগা প্রকল্পসমূহের উদ্বোধনের মধ্য দিয়ে দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাই সময় এখন শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়া।

৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইসকান্দর মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, সাবেক কাউন্সিলর সাইফুল আলম চৌধুরী, কামাল ইসহাকী, ফরিদ আহমদ, ছৈয়দ আহমদ বাদল, শওকত হোসেন জগলু, মোরশেদ আলম, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ নওশাদ সরওয়ার পিল্টু, মো. হোসেন, মো. শাহাবুদ্দিন, ছালেহ আহমদ জঙ্গী, মোজাম্মেল হোসেন নান্টু, হাবিব শরীফ, মেজবাহ উদ্দিন মোর্শেদ, বিবি মরিয়ম, ওয়াহিদ মুরাদ রাসেল, জাকির মিয়া, হাসান মুরাদ, মো. লোকমান, মো. রাশেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান আহাম্মেদ ইমু, মো. নাছির, জাহিদ হাসান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

ভুটানকে ট্রানজিট দিয়ে

ট্রানজিট সুবিধায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা পণ্য নিয়ে যাচ্ছে ভুটান। সাড়ে ছয় টনের পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্লট বরাদ্দে অনিয়মে রায় ২৭ নভেম্বর 

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্র এবং আসামি পক্ষের

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »