অধিনায়ক সাকিব আল হাসানের পর এবার বিশ্বকাপ চলাকালীন ছুটিতে দেশে ফিরে এলেন লিটন দাস।
বুধবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীতে পা রাখেন তিনি।
বিসিবি মিডিয়া ম্যানেজার ও বিশ্বকাপে বাংলাদেশের ট্যুর অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম বুধবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাবিদ জানান, পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন।
তবে লিটন বিশ্বকাপের বাকি দুই ম্যাচ খেলতে পরে ভারত ফিরবেন কিনা, সেটি এখনো জানা যায়নি। আগামী ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার সাথে পরের ম্যাচ টিম বাংলাদেশের।
এর আগে মঙ্গলবার ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের সাথে নিজেদের সাত নম্বর ম্যাচ খেলে ষষ্ঠবারের মত পরাজয়ের তেঁতো স্বাদ পেয়েছে সাকিবের দল।
পুরো দল ব্যর্থতার ঘানি টানছে। ওপেনার লিটন দাসও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৭ ম্যাচে তার সংগ্রহ ২২৫ রান।