রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক, ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৭

ইংল্যান্ডের হ্যাটট্টিক হার

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্টিক পরাজয়ের স্বাদ নিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলংকার কাছে ৮ উইকেটে হেরেছে তারা। নিজেদের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকার বোলিং তোপে ৩৩ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৪৬ বল বাকী রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে শ্রীলংকা। এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলংকা।

এই জয়ে ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে নেমে গেল ইংল্যান্ড। পাশাপাশি সেমিফাইনাল খেলার আশাও অনেকটাই ফিকে হয়ে গেল ইংলিশদের।

ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো ইংল্যান্ডের। ৩৯ বলে ৪৫ রানের সূচনা করেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান।

তবে সপ্তম ওভারে মালানকে ২৮ রানে থামিয়ে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন কাঁধের ইনজুরির কারণে মাথিশা পাথিরানার পরিবর্তে বিশ্বকাপের মাঝপথে দলে ডাক পাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম উইকেট পতনের পর মিনি ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপে। ৮৫ রানে পঞ্চম উইকেট হারায় তারা।

জো রুট ৩ রানে রান আউট, বেয়ারস্টো ৩০ রানে কাসুন রাজিথার, অধিনায়ক জশ বাটলারকে ৮ ও লিয়াম লিভিংস্টোনকে ১ রানে শিকার করে কুমারা।

ষষ্ঠ উইকেটে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে উইকেট পতন ঠেকান স্টোকস ও মঈন আলি। তাদের ৪৬ বলে ৩৭ রানের জুটিতে রানের চাকা সচল হয় ইংল্যান্ডের। ১৫ রান করা মঈনকে শিকার করে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন ম্যাথুজ।
মঈনের পর ক্রিস ওকসকে শূণ্যতে রাজিথা এবং ৬টি চারে ৭৩ বলে ৪৩ রান করা স্টোকসকে শিকার করে ইংল্যান্ডের ইনিংস দ্রুত যাবার পথ তৈরি করেন কুমারা। শেষ পর্যন্ত ৩৩ দশমিক ২ ওভারে ১৫৬ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এবারের বিশ্বকাপে এটিই সর্বনিম্ন রান ইংল্যান্ডের। লোয়ার অর্ডারে ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি।

শ্রীলংকার কুমারা ৩টি, ম্যাথুজ ও রাজিথা ২টি করে উইকেট নেন।

১৫৭ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। দ্বিতীয় ওভারে দলীয় ৯ রানে ওপেনার কুশল পেরেরাকে ব্যক্তিগত ৪ রানে বিদায় দেন পেসার উইলি।
তিন নম্বরে নেমে ২টি চারে ইনিংস শুরু করলেও, উইলির দ্বিতীয় শিকার হয়ে ১১ রানে বিদায় নেন অধিনায়ক কুশল মেন্ডিস। এতে ষষ্ঠ ওভারে ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা।

তবে শ্রীলংকাকে চাপমুক্ত করতে শক্তহাতে দলের হাল ধরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দ্রুত উইকেটে সেট হয়ে রানের চাকা সচল রেখে ১৭তম ওভারে শ্রীলংকার রান ১শতে নেন তারা। ১৮তম ওভারে ওয়ানডেতে ১৩তম হাফ-সেঞ্চুরি করেন ৫৪ বল খেলা নিশাঙ্কা। এই নিয়ে টানা চার ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন নিশাঙ্কা। এতে কুমার সাঙ্গাকারার পাশে বসলেন নিশাঙ্কা। ২০১৫ সালের বিশ্বকাপে টানা চার ম্যাচে অর্ধশতক করেছিলেন নিশাঙ্কা। সেই সাথে এ বছর ১১তম হাফ-সেঞ্চুরি করে ভারতের শুভমান গিলকে নজির স্পর্শ করলেন নিশাঙ্কা। এ বছর ১১টি হাফ-সেঞ্চুরি আছে গিলেরও।

২৩তম ওভারে ওয়ানডেতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন সামারাবিক্রমা। টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করতে ৪৪ বল খেলেছেন সামারাবিক্রমা।

২৬তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে শ্রীলংকার জয় নিশ্চিত করেন নিশাঙ্কা। তৃতীয় উইকেটে ১২২ বলে অবিচ্ছিন্ন ১৩৭ রান যোগ করেন তারা। ৭টি চার ও ২টি ছক্কায় ৮৩ বলে অপরাজিত ৭৭ রান করেন নিশাঙ্কা। ৫৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৬৫ রান করেন সামারাবিক্রমা। ইংল্যান্ডের উইলি ৩০ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন কুমারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

লিওনেল মেসি অনুমতি পাননি

বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে সৌদি আরবের লিগে খেলতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় তার প্রস্তাব

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

দুই গোলে অপ্রতিরোধ্য বায়ার্নের রেকর্ড

অসাধারণ ফর্মে থাকা হ্যারি কেইন উপহার দিলেন জোড়া গোল, টানা জয়ের অনন্য কীর্তি গড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

বাংলাদেশ-ভারত বৃষ্টি ভাসিয়ে দিল

মুম্বাইয়ে নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়েছিল। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হলেও ৪৩ ওভারে নামিয়ে আনা

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »