শেখ মুজিবের কন্যা তুমি জাতির নয়ন তারা
তোমার হাতেই অব্যাহত উন্নয়নের ধারা ।
তোমাকে তাই দিলাম আবার দেশ ও মাটির ভার-
তুমিই শুধু খুলতে জানো উন্নয়নের দ্বার।
তোমার অবদানের কথা ভুলবে না এই জাতি
তুমি হলে চলার এবং দুঃখ সুখের সাথি।
কন্যা তুমি শেখ মুজিবের,সাহস ভরা বুক
ষোলো কোটি আমরা সবার তোমার পানে মুখ ।
দেশ দিয়েছেন তোমার পিতা , তুমি উন্নয়ন…
তোমার নির্দেশনায় যে হয় নিরাপদও বন।
তুমি হলে বিচক্ষণ আর – দৃঢ় মনের বল
মিটিয়ে দিতে তুমিই পারো, সহিংস…কোন্দল ।
হয়তো তোমার আসবে বাধা – তোমার তো ভয় নাই
তুমি নিছো ষোলো কোটি মানুষ মনে ঠাঁই ।
প্রধানমন্ত্রী , নেত্রী সবার- মানি মায়ের মত
দেশ গড়াতে তোমার সাথে থাকব সবাই রত।
তোমার হাতে দেশ-মাটি, মা…তুমিই শুধু পারো
এগিয়ে চলো – পেছন পানে তাকাও না একবারও ।
একটি চাওয়াই মাগো… ও মা, মিনতি হাত জোড়ে-
এই আকাশে আর না যেনো সন্ত্রাসী চিল ওড়ে!