খরস্রোতা পদ্মা নদী
উথাল পাথাল ঢেউ,
এই নদীতে গড়বে সেতু
মানছিল না কেউ।
নিজের টাকায় পদ্মা সেতু
ভাবতেই হতো ভয়,
হার না মানা মুজিব কন্যা
করল তাকে জয়।
দীপ্ত সাহস বুকে নিয়ে
তুলল নায়ে পাল,
অথৈ সাগর পাড়ি দিল
ছাড়ল নাতো হাল।
বাঙালিদের রোখে এমন
সাধ্য আছে কার,
নিন্দুকেরা ঘৃণ্য বুলি
ছাড়ছে নাতো আর।
উঠল জেগে সম্প্রীতিতে
পদ্মা নদীর পাড়,
স্বপ্নটি আজ সত্যি হল
কোটি জনতার।