তারুণ্যের উন্মেষের জন্য খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের আগ্রাবাদ বহুতল কলোনি মাঠে আমরা করবো জয়, ৩৬ নং ওয়ার্ডের আয়োজনে দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য বলেন।
সুজন বলেন, ইন্টারনেটের তারে বন্দী হয়ে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ নগরের বিপুল সংখ্যক তরুণ সমাজের মানসিক বিকাশের জন্য কোন খেলার মাঠ নেই। যা-ও দু-একটা মাঠ নগরে এখনো দেখা যায় সেগুলোও বাণিজ্যিক আগ্রাসনে ক্ষত বিক্ষত। ফলত খেলাধুলার অভাবে তরুণ সমাজ বিপথে ধাবিত হচ্ছে।
তিনি বলেন, ধীরে ধীরে তরুণ সমাজ মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই আমাদের সম্ভাবনাময় এসব তরুণ সমাজকে বাঁচাতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। যে সকল মাঠ বাণিজ্যিক আগ্রাসনে ক্ষত-বিক্ষত সেগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। আগামী দিনে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত তরুণ সমাজ গড়ে তুলতে হলে খেলার মাঠ সৃষ্টির কোন বিকল্প নেই। আমরা করবো জয় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুনদের মানসিক বিকাশে এগিয়ে এসেছেন সেজন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। এভাবে নগরের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করার জন্য আমরা করবো জয়ের প্রতি আহবান জানান খোরশেদ আলম সুজন।
দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুরন্ত। রানার আপ নির্বাচিত হয় বোকা জুনিয়র্স। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মো. সামি। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অর্ক। সেরা গোলদাতা মো. রুবেল এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিপ্লব।
খেলাশেষে অংশগ্রহণকারী, খেলা পরিচালনাকারী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইসকান্দর মিয়া, যুগ্ম-আহবায়ক ও সাবেক কমিশনার সাইফুল আলম চৌধুরী, যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর মো. মোর্শেদ আলী, সোলেমান বাচ্চু, শফিকুল ইসলাম, মোরশেদ আলম, আরাফাত ছরোয়ার জিকু, ইব্রাহিম বাপ্পি, আব্দুল মাবুদ, জিয়াউল হক মিটন, সাজ্জাদ হাসান মনু আবদুল কাইয়ুম, ফরহাদ জামিল শুভ, শাহাদাত হোসেন সাগর, মো. মহিউদ্দিন, রকিবুল আরেফিন চৌধুরী রবিন, মো. শাকিল।