মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের ব্যবস্থাপনায় কে এম এজেন্সি ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হয়েছে।শুক্রবার (৮ সেপ্টেম্বর) কলেজিয়েট স্কুল মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়।
উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বোরহান মেম্বার একাডেমি। তারা টাইব্রেকারে ৫–৪ গোলে আব্দুস সাত্তার ফুটবল ফাউন্ডেশনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।নির্ধারিত সময়ে খেলাটি ১–১ ড্র ছিল।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান ক্লাব সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধক ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সোলাইমান, এন এইচ টি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মো. তানসীর তাইমুর মোরশেদ, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটি সদস্য হাসান মুরাদ বিপ্লব, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জোবায়ের, কো–চেয়ারম্যান এস এম মামুন রশীদ, লিটন রায়, মুনীর, দিদার সচিব মো. জাহাঙ্গীর আলম।
খেলা শেষে ম্যাচ সেরা বিজয়ী দলের মো. এরশাদের হাতে ক্রেস্ট তুলে দেন সৈয়দ তানসির তৈমুর মোরশেদ।