বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ, ১৪৩২, ৫ জমাদিউস সানি, ১৪৪৭

ই-কমার্স প্ল্যাটফর্ম বিন্দুজল শপিংয়ের উদ্বোধন

মুক্তি ৭১ প্রতিবেদক

চট্টগ্রাম নগরে উদ্বোধন হয়েছে বিশ্বস্ত ও সহজ কেনাকাটার অনলাইন মাধ্যম বা ই-কমার্স প্ল্যাটফর্ম বিন্দুজল ডট শপিং (www.bindujol.shopping) নামে আরওে এক ওয়েবসাইটের।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরের ও.আর.নিজাম রোডস্থ চাইনিজ ল্যাংগুয়েজ ক্লাব মিলনায়তনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের রাজনীতিবিদ ও সমাজসেবক ডাক্তার মো. শাহাদাত হোসেন।

চাইনিজ ল্যাংগুয়েজ ক্লাবের সিইও মিস্টার ডেবিড ওয়াং (বেইজিং, চায়না) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের শীর্ষস্থানীয় হোম ডেলিভারি সার্ভিস কোম্পানি রেডএক্স বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সম্মানিত রিজিওনাল হেড আজমি কবির ও হাইটেক আইটি বিডির সিইও বিপনানন্দ দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই-কমার্স প্ল্যাটফর্ম বিন্দুজল ডট শপিংয়ের সিইও মো. নিজাম উদ্দিন জামান।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিন্দুজল ডট শপিংএর লিগ্যাল এডভাইজার এডভোকেট সৈয়দ মো. ওবায়েদ উল্লাহ রুমান, রেডএক্সের অপারেশন বিভাগের কর্মকর্তা মো. মনচুর।

চাইনিজ ল্যাংগুয়েজ ক্লাব চট্টগ্রামের ডিরেক্টর মো. ফকরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ডিরেক্টর মো. মিনহাজ ইসলাম, মিসেস ফাল্গুনী কায়সার, ক্লাবের ল্যাংগুয়েজ কোর্স কো-অর্ডিনেটর মিস মাইশা জাহিন, আয়কর আইনজীবী মো. শামসুল আলম কুতুবী, ফারজানা’স ফুডের রাইসুল ইসলাম, চট্টগ্রামের নিকাহ ইভেন্টের স্বত্ত্বাধিকারী অনিক ওয়াহিদ, মুক্তি৭১.কম এর সাংবাদিক মো: হানিফ, বিন্দুজল ডট শপিংএর পরিচালক মো. আখতারুজ্জামান আজিজসহ আরো অনেক উদ্যোক্তা ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নব উদ্বোধিত বিন্দুজল.শপিং এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ডাক্তার মো. শাহাদাত হোসেন বলেন, ‘ব্যবসা করতে হবে হালালভাবে। কম মুনাফা করে; মানুষ যাতে কষ্ট না পায়, মানুষ যাতে বিন্দুজল.শপিং সম্পর্কে উচ্চতর ভাল ধারণা পোষণ করে সেভাবে অনলাইন ব্যবসা করতে হবে।

তিনি আরো বলেন, চীনের বিশ্ববিখ্যাত আলিবাবা অনলাইন প্ল্যাটফর্মের মালিক জ্যাক মা ৪৫ বছর আগে একটি ছোট পরিসরে ব্যবসা আরম্ভ করে সততার জোরে আজকের অবস্থানে এসেছেন। ব্যবসায় সততার উপর জোর দিয়ে ডাক্তার মো: শাহাদাত হোসেন বলেন, অনলাইন ব্যবসা সম্পূর্ণ সততার উপর ভিত্তি করে টিকে থাকে এবং ভবিষ্যতে একটি শক্তিশালী মাইলফলকে পৌঁছায়।তিনি উপস্থিত সবাইকে ডেঙ্গু মহামারী থেকে সতর্ক থাকারও পরামর্শ দেন।

বিন্দুজল.শপিং (bindujol.shopping) এর উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার মুক্তি৭১.কম, লজিস্টিকস পার্টনার রেডএক্স, আইটি পার্টনার হাইটেক আইটি বিডি, এডভাইজরি পার্টনার চাইনিজ ল্যাংগুয়েজ ক্লাব চট্টগ্রাম, আর্ট পার্টনার মনন আর্ট, ফুড পার্টনার ফারজানা’স ফুড হাউস ও সারিকা’স কেক ওয়ার্ল্ড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সত্যি প্রেমে পড়েছেন শুভ-ঐশী

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। তবু

বিস্তারিত »

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

হঠাৎ বেড়েছে শীতের সবজির দাম

মাত্র তিন-চার সপ্তাহ আগেই শীতকালীন সবজির আগাম সরবরাহে দাম কমেছিল রাজধানী ঢাকার বাজারগুলোতে। এরপর অনেকটাই নাগালে চলে আসে সবজির দাম। এমনকি গত সপ্তাহেও দামে স্বস্তি

বিস্তারিত »

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ছাড়লেন

দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪

বিস্তারিত »

ঢাকা সফরে কানাডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার সারা

কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের আন্তর্জাতিক বাণিজ্যের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার ও প্রধান বাণিজ্য কমিশনার সারা উইলশ প্রথমবারের মতো সরকারি সফরে ঢাকায় এসেছেন। সফরে তিনি অর্থনৈতিক

বিস্তারিত »

এস এম ইউসুফ: অনলবর্ষী বক্তা, প্রতিভাবান তেজস্বী রাজনীতিবিদ

এস এম ইউসুফ একজন অসাধারণ প্রতিভাধর রাজনীতিবিদ ছিলেন। ছেচল্লিশে পটিয়ার একটি গ্রাম থেকে উদ্ভূত হয়ে তাঁর আলোকসামান্য প্রতিভা প্রথমে চট্টগ্রাম, তারপর বাংলাদেশকে আবিষ্ট করে ফেলেছিলো।

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের জানানো হবে

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ। আজ (১৩ নভেম্বর)

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »