চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি ঝরনার পানিতে ডুবে একেএম নাইমুল হাসান (২০) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থী মারা গেছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বিরাশি ঝর্নায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া নাইমুল হাসান চট্টগ্রাম নগরের পাহাড়তলীর উত্তর কাট্টলি নাথপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
তিনি সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।
নাইমুল হাসানের সঙ্গী আজহারুল হক ভূঁইয়া বলেন, সকালে চট্টগ্রাম নগর থেকে আমরা চারজন বাঁশবাড়িয়ায় বিরাশি ঝরনা দেখতে গিয়ে সবাই ঝরনায় গোসল করতে নামি। তবে নাইমুল হাসান সাঁতার জানতো না। ঝরনায় নামার সঙ্গে সঙ্গে সে পানিতে তলিয়ে যায়। তৎক্ষণাৎ আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানালে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া জানান, ঝর্ণার পানিতে পর্যটক নিখোঁজের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং ঝরনায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ঝরনার পানিতে ডুবে ওই পর্যটকের মৃত্যু হয়- যোগ করেন তিনি।