চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাইপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে যুবকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০- ৩২ বছর। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তার গায়ে লম্বা হাতা শার্ট। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।