দারুল উলুম কামিল মাদরাসার হেফজখানার গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন শতাব্দী এ প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশ সেরা হবে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় নগরের দারুল উলুম মাদরাসা জামে মসজিদে হেফজখানার তালিম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সুজন বলেন, পবিত্র কুরআনই হচ্ছে মানবতার মুক্তির সনদ। সন্তানের প্রথম শিক্ষাটা কুরআন দিয়ে শুরু হয়। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরা হাফেজ হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি ওস্তাদদেরকে মনোরম পরিবেশে অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে কুরআনের তালিম দেওয়ার জন্য আহবান জানান। পাশাপাশি শিশুদের সৎ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলারও তাগিদ দেন তিনি। হেফজখানার ছাত্ররা যাতে আন্তর্জাতিক পরিমন্ডলে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেভাবে তাদের গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন।
মাদরাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, হিফয বিভাগের প্রধান মাওলানা আহমদুর রহমান নদভী, আরবি প্রভাষক মাওলানা মুনির উদ্দীন, ছবক প্রদান করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান প্রমূখ। এসময় মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।