বিতর্কিত ও অসম্পূর্ণ বৌদ্ধ পারিবারিক আইন বাতিলের দাবিতে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা শুক্রবার (১৮ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এডভোকেট সুজন কুমার বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আপামর বৌদ্ধ জনসাধারণকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে রচিত এই তথাকথিত বৌদ্ধ পারিবারিক আইন স্থগিত করতে হবে।
সভায় শোকাবহ আগস্ট মাসের কালো রাতের মতো এই কালো আইন দেশের সমগ্র বৌদ্ধ সমাজ তথা সমতলীয় ও পাহাড়ি বৌদ্ধদের মধ্যে বিভাজনের এই প্রয়াস রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মানববন্ধনে উপস্থিত বৌদ্ধ সাধারণ।
প্রকৌশলী সবুজ বড়ুয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন সমীরণ বড়ুয়া, তন্ময় বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, শুভ্রা বড়ুয়া, নির্মল কান্তি বড়ুয়া, সুজন বড়ুয়া, ব্যাংকার রাজু বড়ুয়া ,রুপনা বড়ুয়া, রাজু বড়ুয়া, ডা. পরিতোষ বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, জনি বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, রোকেল বড়ুয়া, ইশা বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া শৈলি বড়ুয়া প্রমুখ।
এসময় মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন, ত্রিরত্ন সংঘ, বৌদ্ধ পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ বৌদ্ধ ছাত্র-ছাত্রী পরিষদ, প্রগতিশীল বৌদ্ধ তরুণ-তরুণী, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন, ত্রৈমাসিক পূণ্যজ্যোতি, অলৌকিক সংঘ, সীবলি ফাউন্ডেশন, মৈত্রী সংঘসহ আরো ২৫টি বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ ও সেবক কমিটির সদস্যবৃন্দ।