মিরসরাইয়ে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা, চোরাই বাইসাইকেলসহ তিনজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকারী মো. সুমন (২০) ফটিকছড়ি উপজেলার ভূজপুুর থানার নারায়ণহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের মুন্সিপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। অন্যজন মো. আতিকুর রহমান প্রকাশ ইমন (২৫) বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের চাখার এলাকার মো. খলিলুর রহমান প্রকাশ সেলিমের পুত্র।
এছাড়া সোমবার চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার মহরা এলাকায় অভিযান চালিয়ে সিআর (৬ মাস অনাদায়ে ২হাজার টাকা জরিমানা) পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম প্রকাশ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। আবুল কালাম মিরসরাই থানার মঠবাড়ীয়া এলাকার আবুল খায়েরের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, সোমবার রাত সাড়ে ১১ টায় দক্ষিণ গড়িয়াইশ বাইপাসে যাওয়ার কথা বলে মিঠাছরা বাজার হতে ১টি ব্যাটারিচালিত অটোরিক্সায় উঠেন ছিনতাইকারী মো. সুমন। কিছুদূর যাওয়ার পর নির্জন এলাকায় পৌঁছালে ছদ্মবেশে থাকা ওই যাত্রী অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশের একটি টহল টিম তাকে ঘটনাস্থলে আটক করে।
অপর একটি অভিযানে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার থেকে চোরাইকৃত বাইসাইকেলসহ মো. আতিকুর রহমান প্রকাশ ইমনকে গ্রেফতার করা হয়। এছাড়া চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সিআর সাজাভুক্ত আসামি আবুল কালাম প্রকাশ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।