শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র, ১৪৩২, ৫ রবিউল আউয়াল, ১৪৪৭

আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন বাবুল আক্তারের শ্বশুর

মুক্তি৭১ ডেস্ক :

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতে কাঁদলেন তাঁর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। তিনি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের শ্বশুর।

আজ রোববার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালতে মাহমুদা খানম (বাবুলের স্ত্রী) হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় মোশাররফ হোসেনকে কাঁদতে দেখা যায়। সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, বাবুল এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেন।

গত ১৩ মার্চ বাবুলসহ সাত আসামির বিরুদ্ধে ওই মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বাবুলের সঙ্গে অভিযোগপত্রভুক্ত অপর ছয় আসামি হলেন মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া।

এই আসামিদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল ও খাইরুল শুরু থেকে পলাতক। আজ আদালতে কামরুল, খাইরুল ছাড়া অপর পাঁচ আসামি উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিত একটা হত্যাকাণ্ডের জন্য বাবুল যে পরিকল্পনা করেছেন, অন্য আসামিদের যে প্রস্তুত করেছেন, সেটাই আজকের সাক্ষ্যে উঠে এসেছে। সাক্ষ্যে প্রতীয়মান হয়েছে, মাহমুদা মিতু হত্যায় বাবুল যে পরিকল্পনা করেছিলেন তা–ই বাস্তবায়ন করা হয়েছে।’

আদালত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে আগামী ২ মে পরবর্তী দিন ধার্য রেখেছেন বলে জানান এই সরকারি কৌঁসুলি।

এদিকে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘মাহমুদার বাবা একেক সময় একেক বক্তব্য দেন। শুরুতে বলেছিলেন, তাঁর মেয়ের সঙ্গে জামাইয়ের (বাবুল) সুসম্পর্ক ছিল। পরবর্তী সময়ে অন্য কথা বলে তিনি এজাহার করেছিলেন; যা কোর্ট গ্রহণ করেননি। তাঁর ভিন্ন ভিন্ন কথা প্রমাণ করে এটা পরিকল্পিত বক্তব্য।’

আদালত সূত্র জানায়, সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে রিভিশন করেছেন। উচ্চ আদালতে বিচারাধীন একটা বিষয়ে এ মুহূর্তে সাক্ষ্য গ্রহণের সুযোগ নেই।

তখন সরকারি কৌঁসুলি আদালতকে বলেন, উচ্চ আদালতে আসামিরা একটা আবেদন করেছেন। সেটার ভিত্তিতে আজ একটা ল’য়ার সার্টিফিকেট দিয়েছে। এর ভিত্তিতে মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছে। কিন্তু এর কোনো আইনগত সুযোগ নেই। হাইকোর্ট মামলার কার্যক্রম বন্ধ থাকবে এ রকম কোনো আদেশ দেননি।

উভয় পক্ষে প্রায় ৪৫ মিনিট শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো মোশাররফ হোসেন সাক্ষ্য দেওয়া শুরু করেন। সাক্ষ্যে বাবুলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে, বাবুল কক্সবাজারে কর্মরত থাকাকালে ‘এক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক’ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। সাক্ষ্যের একপর্যায়ে তাঁর মেয়েকে বাবুল পরিকল্পিতভাবে খুন করেন বলার পর মোশাররফ হোসেন কেঁদে ওঠেন। সাক্ষ্য প্রদানের শেষের দিকে তাঁকে ফুপিয়ে কাঁদতে দেখা যায়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ষাটের দশকের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম

কাজী সিরাজুল আলম ষাটের দশকের শেষদিকে চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। ৬৯-৭০-এ তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে; তিনি সীতাকুণ্ডে ৬৯-এর

বিস্তারিত »

বাঙালি জাতীয়তাবাদের উন্মাতাল ঝড়ে মনিরুজ্জামান মন্টু এক সাহসী নাবিক

গত শতাব্দির উনসত্তর, সত্তর, একাত্তরে বাঙালি জাতীয়তাবাদের উন্মাতাল ঝড়ে বাংলাদেশ লÐভÐ হয়ে যাচ্ছিলো, সেই ঝড়ো হাওয়ার দিনে কাজী মনিরুজ্জামান মন্টু ছিলেন, চট্টগ্রাম সরকারী কলেজ ছাত্র

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ : পটিয়ার আওয়ামী রাজনীতির বটবৃক্ষ

শামসুদ্দিন আহমদ ষাটের দশকের বিশিষ্ট ছাত্রনেতা। তিনি পটিয়ায় রাজনীতি করলেও চট্টগ্রামের সামগ্রিক ছাত্র রাজনীতিতে তাঁর অবদান অস্বীকার করা যায় না। পটিয়া ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের

বিস্তারিত »

রায় সাহেব কামিনী কুমার ঘোষ হত্যাকাণ্ড

আইনবিদ, শিক্ষাবিদ, সমাজহিতৈষী, শহীদ বুদ্ধিজীবী রায় সাহেব কামিনী কুমার ঘোষকে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর ২৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী হত্যা করে। কামিনী কুমার ঘোষ ১ জানুয়ারি ১৮৮৮

বিস্তারিত »

‘কেয়ামতের ফজরেও আ.লীগ রাজনীতি করতে পারবে না’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী বলেছেন, নবী মুহাম্মদ (স.) যেমন মসজিদের ঈমাম, যুদ্ধের ময়দানেও সেরকম সেনাপতি।

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »

আজ সৈয়দপুর আসবেন বেবী নাজনীন

সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মাহফিলে যোগ দেবেন তিনি। সৈয়দপুর

বিস্তারিত »

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ নভেম্বর)

বিস্তারিত »

সরকারের নানা উদ্যোগ: ভাঙেনি সিন্ডিকেট, বাজারে অস্বস্তি

নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি বাজারে। বাজার স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও ডিম আমদানিতে শুল্ক ছাড়, নিত্যপণ্যের বাজার

বিস্তারিত »