আল্লাহ তা’আলা মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে,সৃষ্টির সেরা জীব হিসেবে।আর আমাদের দিয়েছেন বিবেক।সেই বিবেক দিয়েই আমরা ভালো মন্দ চিন্তা করি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি।
আহম্মদ নবীর শিশু সন্তান জন্ম হওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেল হসপিটাল ভর্তি রয়েছেন। শিশু বতর্মান বয়স ৮ মাস এই অল্প বয়সে তার জন্মগত হার্ট ছিদ্র চার মাস আগে ৬:৪ ছিলো এখন ৮: ০০ হয়েছে সাথে আরো নিউমোনিয়া ও অক্সিজেন সমস্যা।
ডাক্তার বলেছেন বাচ্চার যত দ্রুত সম্ভব অপারেশন করানো লাগবে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে icuতে আছে।
বাচ্চাটার অপারেশন জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। বাচ্চাটার বাবা আহম্মদ নবী আর্থিক অবস্থা ভালো না।
তাই আসুন না, আমরা আহম্মদ নবী ভাইয়ের পাশে দাড়াই।
একজন ভাই হিসেবে,ভাই হয়ে ভাইয়ের বাচ্চার জন্য একটু এগিয়ে আসি।
আমাদের রাসূল (সাঃ) বলেছেন:
তাদের জন্য কল্যাণ কর দুনিয়া এবং আখেরাতে,
যারা অচল পঙ্গু অসহায় মানুষের উপকার করে
তাদের খাবার দেয় , তাদের সেবা যত্ন, সাহায্য সহযোগীতা করে।
[ মুসলিম-হাদিস ২৫৬৮ ]
আসুন না একজন মুসলিম উম্মাহ হিসেবে আহম্মদ নবী ভাইয়ের পাশে দাঁড়াই।
হয়তো এই সাহায্যের বিনিময়ে মহান আল্লাহ আমাদের মাফ করে দিবেন,
হয়তো এটার কারনে মহান রব্বুল আলামীন আমাদের বাবা মায়ের সকল গুনাহ মাফ করে দিবেন।
আর যারা অন্ধকার কবরে শায়িত আছেন তাদের গুনাহগুলো হয়তো মাফ করে দিবেন।
হয়তো এই সামান্য দানটুকু এই রমজানে আমাদের পরিপূর্ণতা দান করবে।
আমরা যে যা পারি, তাকে সাহায্য করি
বিনীত,
নামঃ মুহাম্মদ আহম্মদ নবী
পিতার নামঃ মুহাম্মদ ইউসুফ
ঠিকানা: পূর্ব শহীদ নগর নুরআলী হাজীর বাড়ী ৩নং ওয়ার্ড, বায়েজিদ, চট্টগ্রাম,
বিকাশ/নগদ:01849374086 (পারসোনাল)
আসুন না একটু মানবতার হাত বাড়িয়ে দেই আহম্মদ নবী ভাইয়ের বাচ্চার জন্য।