দর্শকদের সঙ্গে অভিনয় করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি। ঈদের ‘ইত্যাদি’তে দেখা যাবে এই আয়োজন।
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মরণব্যাধি ক্যান্সারের মতো কিছু সামাজিক ব্যাধি নিয়ে সাজানো গল্পে তাৎক্ষণিক অভিনয় করেছেন তিন অভিনেত্রী।
ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক তিন তারকার সঙ্গে মঞ্চে ওঠার সুযোগ পেয়েছেন।
ঈদের ‘ইত্যাদি’তে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক গানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রিকেট দলের মেয়েরা। ‘পতাকার লাল সূর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ কথার গানটি লিখেছেন দেশবরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।
বিষয়ভিত্তিক ত্রিমাত্রিক নাচে অংশ নিয়েছেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। নাচের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।
ঈদের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানটি।