গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।
নিহতরা হলেন, জামালপুরের মনোয়ার হোসেন (২৫), নোয়াখালীর পাভেল (২৩) ও একই জেলার পিয়াস (২০)।
স্থানীয় ব্যবসায়ী শিহাব খান জানান, সকালে ওই এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা।
“এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বৈদ্যুতিক তারেও দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভবন থেকে নীচে পড়ে যান তিন শ্রমিক।
“সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করে।”
এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম