ময়মনসিংহের ত্রিশালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার আরোহী নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও সাত জন।
রবিবার (১২ মার্চ) রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙ্গামাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন ধোবাউড়ার মুন্সিরহাট এলাকার তোতা মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৫৫) ও তার বোন দুলেনা বেগম (৫০)। বাকি দুইজন পুরুষ। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
নিহত রেজিয়া বেগমের মেয়ে শিখা আক্তার জানান, ধোবাউড়ার মুন্সিরহাট থেকে তার বাবা, মা, ফুপু এবং তার ছেলে ইয়াসিনসহ আরও অনেকে মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, ত্রিশালে পৌঁছানোর পরে রাত ২টার দিকে যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসকে ওভারটেক করতে যায় । এ সময় মাইক্রোবাসটি খাদে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চার জন নিহত হন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার আবুল কালাম জানান, ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধারকাজ চালান। পুড়ে যাওয়া মাইক্রোবাসের ভেতর থেকে দুই নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, হতাহতদের পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।