চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস ছেড়েছে চারুকলার শিক্ষার্থীরা। তবে হঠাৎ এ সিদ্ধান্তে দূর থেকে পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে চারুকলার একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।
চারুকলা বিভাগের ছাত্র মো. শহিদুল বলেন, কর্তৃপক্ষের অলিখিত সিদ্ধান্তে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। এতো রাতে কোথায় থাকবো জানি না।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুস্ময় বলেন, কর্তৃপক্ষের হঠাৎ সিদ্ধান্তে ছাত্রাবাস ছাড়তে হচ্ছে। অনেকের পরিবার চট্টগ্রাম শহরের বাইরে থাকে। এই অবস্থায় হয়তো রাস্তায় বসে রাত কাটাতে হবে।
তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী সজীব বলেন, এখানে অন্য জেলা থেকে পড়াশোনা করতে এসেছে অনেকে আছে। যাদের বাড়ি চট্টগ্রামে, তাদের বিষয় ভিন্ন। প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তের কারণে আমাদের বিপাকে পড়তে হয়েছে। আমাদের বাড়ি ফেরার মত সময় দেওয়া দরকার ছিল।
চারুকলার ওয়ার্ডেন ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুব্রত দাশ বলেন, আমরা শিক্ষার্থীদের সিন্ডিকেটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আশাকরছি উন্নয়ন কাজের জন্য তারা আমাদের সহায়তা করবেন। যদি না হয় সে বিষয়ে প্রক্টরিয়াল বডি দেখবে এবং ব্যবস্থা নিবে।
সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করার সুযোগ নেই। যদি নির্দেশনা অনুযায়ী কাজ না হয় তাহলে আমরা ব্যবস্থা নিব। আশা করি, শিক্ষার্থীরা প্রশাসনকে সহযোগিতা করবে।
এর আগে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রাত দশটার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইনস্টিটিউট আগামী একমাস বন্ধ থাকলেও ক্লাস হবে অনলাইনে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।