মাত্র ১৯ দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে আবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। যা বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
সোমবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এটি প্রচার করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়ানো হয়েছিল, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। একই সঙ্গে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
সে সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে। এ মূল্য নির্বাহী আদেশে কার্যকর হবে। গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে জানিয়ে দেয়া হবে, বিদ্যুতের সমন্বিত মূল্য বাড়ছে নাকি কমছে। সেই ধারাতেই ঘোষণা করা নতুন দাম ফেব্রুয়ারিতে কার্যকর করা হচ্ছে।
এরও আগে, গত নভেম্বরে পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৯২ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। এটি ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। ১৪ বছরে এটি ছিল দশম দফায় পাইকারি মূল্যবৃদ্ধি। এরপর ডিসেম্বর থেকেই খুচরা দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা। ৮ জানুয়ারি এসব আবেদন নিয়ে শুনানি করে বিইআরসি। ১৫ জানুয়ারির মধ্যে শুনানি-পরবর্তী মতামত জানাতে বলা হয়। এরপর নতুন দাম ঘোষণা করার কথা বিইআরসির। তার আগেই সরকারের নির্বাহী আদেশে দাম বাড়ানো হলো।