শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১, ১৩ রমজান, ১৪৪৬

মাঘোৎসবে প্রধান অতিথির ভাষণে আ জ ম নাছির নগর জীবনের একঘেঁয়েমি থেকে পিঠা উৎসব আনে মুক্তির স্বাদ

মাঘোৎসব ও পিঠা প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন

‘‘ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রং-রূপ বদলায়। ভিন্ন ভিন্ন ঋতুতে বাংলাদেশ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বৈশাখে রুদ্র রূপ, শরতে শান্ত, ¯িœগ্ধ চেহারা, শীতে কুঁকড়ে থাকে বাঙালি জীবন। আবার এই শীতেই বাঙালি জীবন নবান্ন উৎসবে মেতে ওঠে। পৌষ মাসে নিকোনো উঠোনে যখন নতুন ধানের গন্ধে মৌ মৌ করে পল্লীগ্রাম, তখন নতুন চাল দিয়ে তৈরি পিঠাপুলি, পায়েস খাওয়ার উৎসবে মেতে ওঠে

বাঙালি। সাংস্কৃতিক সংগঠন কলাকেন্দ্রের মাঘোৎসব আয়োজনের মধ্যে আবহমানকালের গ্রাম বাংলার সেই চিরায়ত উৎসবকেই নগর জীবনে ধারণ করার মহৎ প্রচেষ্টারই প্রতিফলন দেখতে পাই।’’
গতকাল শুক্রবার জামালখান ডা. এম এ হাশেম স্কয়ারে কলাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত মাঘোৎসব ও পিঠা প্রতিযোগিতায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপর্যুক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনায় কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সুজিত ভট্টাচার্য দোলন স্বাগত বক্তব্য রাখেন। কলাকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক সুজিত দাশ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কলাকেন্দ্রের সদস্য অভিজিৎ সেনগুপ্ত, সুজিত চৌধুরী মিন্টু ও সমীরণ পাল।

প্রধান অতিথির ভাষণে জনাব আ জ ম নাছির আরো বলেন, নগর জীবনে গ্রামীণ উৎসবের আয়োজন করার জন্য কলাকেন্দ্রকে আমি ধন্যবাদ জানাই। একটি দিনের জন্য হলেও তাঁরা আমাদের নগর জীবনের ক্লান্তি, কোলাহল, অবসাদ ভুলে থাকার সুযোগ করে দিয়েছেন। এ ধরনের উৎসব যত হয়, ততই আমরা নাগরিক জীবনের উষর ভূমিতে মরুদ্যানের আস্বাদ পাব।
শেষে বাচিক শিল্পী অভিজিৎ সেনগুপ্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিল্পী কাজল দত্ত, জয়া দত্ত, ফেরদৌস ফারুকী, রূপরায় চৌধুরী, রায় নন্দিনী, সমীরন পাল, বেবী দাশ, সুকুমার দে, রোজী চৌধুরী, কবিতা নন্দী, রোমা চৌধুরী, শারমিন চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

কবিয়াল ফণী বড়ুয়া দেশ-কালের আদর্শ

লোকসংস্কৃতি ও আধুনিক কবিগানের রূপকার কবিয়াল ফণী বড়ুয়া। তিনি ছিলেন বাস্তববাদী, প্রগতিপন্থী, আজীবন ত্যাগী ও নিরলস সংগ্রামী জীবন চেতনার প্রতীক, দেশ ও কালের আদর্শ। ফণী

বিস্তারিত »

মুজিব আমার

বঙ্গ তুমি বন্ধু তুমি মুজিব রহমান সূর্য তুমি চন্দ্র তুমি তুমি আমার প্রান। জনক তুমি স্বজন তুমি মুক্ত মুজিব দেশে খাঁচা ভেঙ্গে দোয়েল পাখি উঠলো

বিস্তারিত »

নতুন অতিথি

দলের ভিতরে একটি ছেলে তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টিটা সজারু কাঁটার মতো খাড়া হয়ে আছে। ওর মতো কেউ আর এ রকম চোখ

বিস্তারিত »

মৃত্যুঞ্জয়ী লৌহমানবী

অসংখ্যবার মানববেষ্টনীর মাঝে এত ভালবাসা এত প্রিয় জননী বাংলার, লৌহমানবী তুমি! মৃত্যুভয় জয় করে ইস্পাত কঠিন মনোবল। গুলি, বোমা, গ্রেনেড আরও কত কী – একবারও

বিস্তারিত »

বঙ্গবন্ধুর যোগ্যকন্যা

হঠাৎ শুনি পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধু খুন হয়েছন মন ভেঙে যায় কষ্টে! চারিদিকে শোকের মাতম অশ্রুঝরা চোখ পিতার শোকে কাতর হলো সারাদেশের লোক! যে মানুষটি

বিস্তারিত »

শেখ হাসিনা

মুখখানা বেশ হাসিখুশি একফালি চাঁদ-তারা আগস্টের এক কালো রাতে মা-বাবা-ভাই হারা! দুর্বিসহ বিভীষিকার চাপা কষ্ট বুকে মা-বাবা-ভাই সব হারিয়ে ক্যামনে থাকে সুখে? নিদারুণ এক বহ্নিশিখা

বিস্তারিত »

জননেত্রী শেখ হাসিনা

মমতায় তুমি আগলে রেখেছ মাটি, অন্তরে প্রেম তাঁর তরে আছে খাঁটি! মানুষের দুখে চলে আসে চোখে জল, উন্নয়নের এনেছ জোয়ার ঢল। দৃঢ়তায় তুমি দেখতে চেয়েছ

বিস্তারিত »

শুভ জন্মদিন

মেঘ মুলুকের পাহাড় থেকে সানাইয়ের সুর এসে দিচ্ছে হাওয়ার পাল উড়িয়ে নিবিড় ভালোবেসে যাচ্ছে কারা বাঁধনহারা গুনগুনিয়ে আজ বঙ্গজুড়ে কিসের আভাস মিষ্টি মধুর সাজ। সাগরতীরের

বিস্তারিত »

মধুমতীর কন্যা তুমি: নদী বাংলার ঢেউ

তুমি হেঁটে গেলে আকাশের পাবন দেবতা তোমার আঁচলে একমুঠো শান্ত হাওয়া ঢেলে দেয় তুমি যখোন উদাসীন দুপুরে একা একা অদূরে বউটুবানীর নরোম শাক তোলো বিলের

বিস্তারিত »