মুখখানা বেশ হাসিখুশি একফালি চাঁদ-তারা
আগস্টের এক কালো রাতে মা-বাবা-ভাই হারা!
দুর্বিসহ বিভীষিকার চাপা কষ্ট বুকে
মা-বাবা-ভাই সব হারিয়ে ক্যামনে থাকে সুখে?
নিদারুণ এক বহ্নিশিখা জ্বলে অন্তঃপুরে
অবিচলা মনোবলে আবার দাঁড়ায় ঘুরে।
শক্ত হাতে হাল ধরেছে জীবন বাজি রেখে
বিশ্ববাসী এখন তাঁকে অবাক চোখে দেখে!
দীপ্ত শপথ অঙ্গীকারে মাথা উঁচু করে
বিশ্বমাঝে বাংলাদেশের নামটি মেলে ধরে।
কারো কাছে কোনোদিনও করবে নাকো নত
পিছপা মোটেও হবে না আর আসুক বাধা যত।
অসীম সাহস, বুদ্ধিমত্তা, উদার ভালোবাসা
দেশের মানুষ ভালো থাকুক এইতো স্বপ্ন আশা।
শেখ হাসিনা, তোমায় নিয়ে গর্বিত দেশবাসী
বাধা-বিপদ সব ডিঙিয়ে মুখে ফোটাও হাসি।