মমতায় তুমি আগলে রেখেছ মাটি,
অন্তরে প্রেম তাঁর তরে আছে খাঁটি!
মানুষের দুখে চলে আসে চোখে জল,
উন্নয়নের এনেছ জোয়ার ঢল।
দৃঢ়তায় তুমি দেখতে চেয়েছ শেষ,
মনেতে তোমার নেই অহমিকা লেশ!
জনতা পাচ্ছে সম্ভাবনার রেশ,
হাসিনা মানেই নতুন বাংলাদেশ ।
পঁচাত্তরের বর্বর যারা খুনি,
পালিয়েছে ভয়ে বিচারের কথা শুনি!
যুদ্ধাপরাধী পেয়েছে বিচারে সাজা,
মনের কষ্টে দিয়েছ প্রলেপ তাজা!
হায়েনার মত গর্জাতো যারা জোরে,
পাকি প্রেমে মজে ওড়াতো পতাকা ঘোরে!
আজ তারা জানে এবং বুঝেছে বেশ,
হাছিনা মানেই নতুন বাংলাদেশ।
বিশ্ব ও জানে ইস্পাত সম তুমি,
তুমি থাকলেই স্থিরতা থাকবে ভূমি!
অন্যায়ে তুমি নোয়াও না কভু মাথা,
জননেত্রীর ধরে রাখো তুমি ছাতা!
কষ্টের জলে নেয়ে নেয়ে তুমি আজ,
জেনেছো কিভাবে পরে বিজয়ের তাজ!
শঠ আর খলে মুখ লুকিয়েছে ভয়ে,
লেগে থাকো তুমি মানুষের মন জয়ে!