হঠাৎ শুনি পঁচাত্তরের পনেরো আগস্টে
বঙ্গবন্ধু খুন হয়েছন মন ভেঙে যায় কষ্টে!
চারিদিকে শোকের মাতম অশ্রুঝরা চোখ
পিতার শোকে কাতর হলো সারাদেশের লোক!
যে মানুষটি এনে দিলো মাকে স্বাধীন ভোর
তাঁর বুকে কে বইয়ে দিলো রক্তনদীর তোড়?
বাড়ির সকল স্বজনসহ কেঁড়ে নিলো প্রাণ
মাসুম শিশু রাসেল করে রক্তবানে স্নান!
পিতার খুনে দেশের মাটি হয়ে গেল লাল
সদ্যস্বাধীন বাংলাদেশের আর কে ধরে হাল?
অন্য দেশে বেঁচে গেল লক্ষ্মী দুটো মেয়ে
দেশের মানুষ গুণছে প্রহর পন্থপানে চেয়ে।
বড়ো মেয়ে শেখ হাসিনা ভুলে প্রাণের মায়া
বাংলাদেশে চরণ রাখেন দিতে সবুজ ছায়া।
সতেরো মে শেখ হাসিনার দেশে পদার্পণে
নতুন আশা জাগে মায়ের অশ্রুভেজা মনে।
স্বৈরাচারীর রক্তচক্ষু আরও হলো লাল
রাজাকারও দোসর বুনে ষড়যন্ত্রের জাল।
শেখ হাসিনা ভুলে গেলেন মরার যত ভয়
দেশের মাটি গর্জে ওঠে, জয় বাংলা জয়!
সোনার বাংলা গড়তে পিতার স্বপ্ন ছিল যত…
সেই অঙ্গিকার করেন তিনি, শপথে হন ব্রত।
তোমায় পেয়ে ধন্য স্বদেশ নেত্রী অনন্যা
তুমি হলে জাতির পিতার সুযোগ্য কন্যা।
দেশের বটবৃক্ষ হয়ে দিচ্ছ শীতল ছায়া…
তোমার কাছে যাচ্ছি পেয়ে ভগ্নীস্নেহ মায়া।
দোয়া করি দীর্ঘজীবন বেঁচে থাকো তুমি
তোমার তরে দোয়া করে প্রিয় মাতৃভূমি।