২০২০ ও ২০২১ সালের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মশিউল আলম, আমিনুল ইসলাম ও স্বকৃত নোমান
সাংবাদিক ও লেখক মশিউল আলম, কবি ও গবেষক আমিনুল ইসলাম এবং লেখক স্বকৃত নোমান পাচ্ছেন আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, মশিউল আলম তার ‘দুধ’ শিরোনামের সমকালীন গল্প সংকলনের জন্য ২০২০ সালের সেরা লেখকের পুরস্কার পাচ্ছেন।
আর ‘নজরুল সংগীত: বাণীর বৈভব’ শিরোনামের প্রবন্ধ সাহিত্যের জন্য আমিনুল ইসলাম এবং ‘উজানবাঁশি’ উপন্যাসের স্বকৃত নোমান ২০২১ সালের পুরস্কার পাচ্ছেন।
পুরস্কারের অর্থমূল্য বাবদ পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র পাবেন তারা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা হস্তান্তর করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, “আইএফআইসির একটা সাংস্কৃতিক ভিত্তি ভূমি আছে। আইএফআইসি বিশ্বাস করে, এ দেশের যা কিছু দেশপ্রেমজনিত, মঙ্গলজনিত, সাধারণ মানুষের জন্য কল্যাণজনিত, তার সাথে আইএফআইসির সংশ্লিষ্টতা একটি দায়বদ্ধতার মতই। সেই ধারাবাহিকতায় এই সাহিত্য পুরস্কারের আয়োজন।”
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহিত ও স্বীকৃতি দিতে ২০১১ সাল থেকে এ সাহিত্য পুরস্কার দিয়ে আসছে আইএফআইসি ব্যাংক।