বিজয়ের মাস আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দঁড়িয়েছে। কেননা পরাজিত শক্তি আবার মাথা তুলে দাঁড়িয়েছে। এই অপশক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের আনন্দ নেই। ১৬ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা আওয়ামী লীগের সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, বিজয় অর্জিত হয়েছে, কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হয়নি। বিজয় তখনী সম্পূর্ণ হবে। এদেশের প্রতিটি মানুষ যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রত্যাশা পূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে যারা সেই অপশক্তিকে প্রতিহত করার লক্ষে পাড়া, মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে এই সরকারের সাফল্য এবং অর্জনগুলি বার বার জানিয়ে দিতে হবে। এতেই জনগণের মুক্তি মিলবে। সরকারের সাফল্যের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারলেই জাতির বিজয়ের পতাকা উড়বেই। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনছুরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের কাজী মোজাম্মেল হক খোকা, সিরাজুর রহমান, শেখ হারুন অর রশীদ, সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম, আমিনুল হক রুঞ্জু, এম. এ হান্নান, সৈয়দ রফিকুল ইসলাম, সরোয়ার আলম, দেলোয়ার হাসান নয়ন, মো. নাছির, মহিউদ্দিন, জি.এম তৌসিফ প্রমুখ।