স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার বিকালে দলটির আয়োজনে বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর পুরাতন রেল স্টেশন থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
নাছির বলেন, “আমাদের হারানোর কিছুই নেই, আছে জয় করার মত সমস্ত বিশ্ব। বিস্ময়কর উন্নতিতে বাংলাদেশ যখন সারা বিশ্বে প্রশংসিত তখন একটি চক্র ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বুনছে।
“তারা কখনও সফল হবে না। তারা গণবিছিন্ন অপশক্তি। এদের নির্মূল করার দৃঢ় প্রত্যয়ে সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশকে নিরাপদ করতে হবে।”
বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “নজিরবিহীন ত্যাগের বিনিময়ে মুক্তিযুদ্ধের অর্জিত বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একটি ঐতিহাসিক ঘটনা।
“স্বাধীনতার পর একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তিনি সেদিন ঘোষণা করেছিলেন আগামী ১০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তিনি সেভাবেই এগোচ্ছিলেন।”
১৫ অগাস্ট হত্যাকাণ্ডের কারণে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ না হলেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাওয়া বাংলাদেশ তা অর্জন করেছে জানিয়ে তা ধরে রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী ও শেখ মো. ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ প্রমুখ।
-বিডিনিউজ