সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চার বছরের জান্নাত পতেঙ্গা থানার স্টিল মিল খেজুরতলা এলাকার মো.জসিমের মেয়ে।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, রোববার বিকালে সৈকতের ওয়াকওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে জান্নাতের বাবা মো. জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে স্ত্রী আর দুই সন্তান নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম।
“রাস্তা পাড় হয়ে ওয়াকওয়েতে হাঁটার সময় আমার মেয়ে কোল থেকে নেমে আমাদের সামনে হাঁটছিল। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল এসে আমার মেয়েকে ধাক্কা দেয়।”
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় জান্নাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
ওসি কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় মোটর সাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার চালকের নাম মোহদী হাসান (২১)। নোয়াখালীর বেগমগঞ্জে তার বাড়ি হলেও থাকেন উত্তর পতেঙ্গা নেতার গলিতে।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পতেঙ্গা থানার ওসি।