মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০, ১০ রবিউল আউয়াল, ১৪৪৫

স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক মাণিক চৌধুরী : নাসিরুদ্দিন চৌধুরী

মাণিক চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক। স্বাধীনতা সংগ্রামের স্মরণীয় ঘটনা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা। মাণিক চৌধুরীকে ওই মামলায় ১২নং আসামী করা হয়। স্বীকারোক্তি আদায় করার জন্য মাণিক চৌধুরীর ওপর পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী অমানুষিক নির্যাতন চালায়। ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্তি লাভের পর তাঁকে ও বিধান কৃষ্ণ সেনকে পটিয়া থানার পাঁচরিয়া দিঘির পাড়ে সংবর্ধনা দেওয়া হয়। সে সংবর্ধনা সভায় বক্তৃতায় মাণিক চৌধুরী যখন তাঁর ওপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, তখন মানুষ শিউড়ে উঠেছিলেন। সভায় উপস্থিত কোন কোন শ্রোতা-দর্শককে ডুকরে কেঁদে উঠেছিলেন। তিনি বলেছিলেন, তাঁকে বরফের মধ্যে শুইয়ে থাকতে বাধ্য করা হয়। বৈদ্যুতিক শক দেয়া হয় এবং তাঁর পায়ুপথে সেদ্ধ ডিম ঢুকিয়ে দেয়া হয়।
আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগরতলা মামলার গুরুত্ব অপরিসীম। পাকিস্তান সরকার বঙ্গবন্ধু’র বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করার পর থেকেই স্বাধীনতা সংগ্রাম চরম আকার ধারণ করে। বঙ্গবন্ধু ৬ দফা দেয়ার পর সরকার তাঁকে ‘দেশদ্রোহী’, ‘বিচ্ছিন্নতাবাদী’, ‘ভারতের দলাল’ হিসেবে চিহ্নিত করতে চাইলেও বাংলার মানুষ সরকারের কথায় বিশ্বাস করেনি। তারা এতদিন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা কর্মসূচির ভিত্তিতে আন্দোলন করে আসছিলো, এবার তার সঙ্গে যুক্ত হলো আর একটি দাবি, বন্দীমুক্তি ও আগরতলা মামলা বাতিলের দাবি। অতঃপর ৬ দফা বাস্তবায়ন ও আগরতলা মামলা বাতিলের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে উঠলে পাকিস্তানের তথাকথিত লৌহমানব প্রেসিডেন্ট ফিন্ড মর্শাল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। বঙ্গবন্ধু, মাণিক চৌধুরীসহ সকল বন্দী মুক্তিলাভ করেন।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু নানাভাবে চেষ্টা চালিয়েছিলেন। তন্মধ্যে সর্বশেষ বৈপ্লবিক প্রচেষ্টা ছিলো পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের দিয়ে পূর্ব পাকিস্তানের সকল ক্যান্টনমেন্টে একযোগে অভ্যুত্থান ঘটিয়ে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন করা। কিন্তু এই পরিকল্পনা পরিণতি লাভ করার পূর্বেই ফাঁস হয়ে যায়। তখন পাকিস্তান সরকার সংশ্লিষ্ট রাজনীতিক, সামরিক-বেসামরিক আমলা, ব্যবসায়ীসহ সামরিক বাহিনীর সদস্যদেরক একে একে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যে মামলাটি দায়েল করে, সেটিই ইতিহাসে আগরতলা মামলা নামে পরিচিতি লাভ করে।
বঙ্গবন্ধুর উক্ত স্বাধীনতা প্রচেষ্টার মুখ্য ব্যক্তি ছিলেন মাণিক চৌধুরী। বঙ্গবন্ধু, পাকিস্তান নৌবাহিনীর বাঙালি কর্মকর্তা লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের পরই ছিলো মাণিক চৌধুরীর স্থান। প্রথমে মামলার নাম ছিলো ‘রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য’। বঙ্গবন্ধুকে ভারতের দালাল হিসেবে প্রতিপন্ন করার দুরভিসন্ধি থেকে পরে পাকিস্তান সরকার মামলার শিরোনামে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা’র নাম জুড়ে দিয়ে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ নামকরণ করে।
ভারতের কর্মকর্তাদের সঙ্গে মাণিক চৌধুরীর সুসম্পর্ক ছিলো। তাঁর মধ্যস্থতায় ভারতের সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং মুক্তিযুদ্ধে ভারতে মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও ট্রেনিং প্রদান, প্রবাসী সরকার গঠন ও দাপ্তরিক কাজকর্ম পরিচালনা, সেক্টর সদর দপ্তর স্থাপন ও পরিচালনা এবং ১ কোটি শরণার্থীকে আশ্রয় প্রদান- এসব মাণিক চৌধুরীর কারণেই সম্ভব হয়েছিলো।
মাণিক চৌধুরীর প্রকৃত নাম ভূপতি ভূষণ চৌধুরী। তিনি পটিয়া উপজেলার গৌরব; শুধু পটিয়া নয়, চট্টগ্রাম জেলার গর্ব বললেও অত্যুক্তি হয় না।
১৯৩০ সালের ১৬ ডিসেম্বর পটিয়া থানার হাবিলাসদ্বীপ গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতার নাম ধীরেন্দ্র লাল চৌধুরী ও মাতার নাম যশোদা বালা চৌধুরী।
বাংলাদেশের প্রকৃত ইতিহাস কখনো রচিত হলে মাণিক চৌধুরী তাতে নিঃসন্দেহে একজন জাতীয় বীর হিসেবেই চিহ্নিত হবেন। উন্মেষ থেকে ধাপে ধাপে রক্তাক্ত আন্দোলনের সিঁড়ি বেয়ে যে স্বাধীনতা সংগ্রাম বিকশিত ও পুষ্ট হয়েছে তার কেন্দ্রে অবস্থান নিয়ে প্রস্ফুটিত হয়েছেন শেখ মুজিবুর রহমান-জাতির আকাক্সক্ষা ও স্বপ্ন চেতনায় ধারণ করে যিনি হয়ে ওঠেন জাতির সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি, জাতিসত্তার প্রতীক “বঙ্গবন্ধু”, “জাতির জনক”। গ্যালাক্সির এই উজ্জ্বলতম জ্যোতিষ্ককে ঘিরে ছোট বড় অনেক জ্যোতিষ্কের সমাবেশ ঘটেছিল। এই তারাম-লেরই এক প্রান্তে নীরবে নিভৃতে অবস্থান করেও যিনি স্বীয় প্রভায় সমুজ্জ্বল, আপন বিভূতির বিভায় জ্যোতির্ময় হয়ে আছেন, তিনি ঐ গ্যালাক্সিরই এক ‘মাণিক’, মাণিক চৌধুরী। বঙ্গবন্ধুর নেতৃত্বের উত্থানপর্বে যাঁরা তাঁর ছায়াসঙ্গী ছিলেন মাণিক চৌধুরীকে দেখা গেছে তাদের অগ্রভাগে। বঙ্গবন্ধুর খুবই আস্থাভাজন ও প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

রুশ নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারসহ নিহত ৩৪

রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেন। শুক্রবার মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দপ্তরে এই

বিস্তারিত »

চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ

বিস্তারিত »

নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ

বিস্তারিত »

বাইরে থেকে নির্বাচন বানচাল‌ করার চেষ্টা করলে জনগণ তাদের স্যাংশন দেবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি দেশের বাইরে থেকে নির্বাচন বাধা বা বানচাল‌ করার দেওয়ার চেষ্টা করে তবে দেশের জনগণ তাদের স্যাংশন দিয়ে দেবে। শুক্রবার

বিস্তারিত »

যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

বিস্তারিত »

‘ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠালে নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার

বিস্তারিত »

রোহিঙ্গা ইস্যুতে জরুরি পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ রেড

বিস্তারিত »

জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, নভেম্বরে তফসিল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত

বিস্তারিত »

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে

বিস্তারিত »