দিল্লি, আগরতলা, শিলিগুড়ির পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পর্যটক ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ।
গত বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে পর্যটক ভিসা সেবা বন্ধ করা হয়।
সূত্র জানায়, শুধু ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর থেকে সেখানে পর্যটক ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ রয়েছে।





