সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

আবারও লঙ্কায় হোয়াইটওয়াশ টাইগাররা

ক্রীড়া ডেস্ক

আবারও শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শুরু থেকেই পাত্তা পায়নি বাংলাদেশ। কোন প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। টেস্ট সিরিজ জুড়েই দাপট দেখিয়েছে সফরকারীরা। চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশ হেরেছে ১৯২ রানের বড় ব্যবধানেই। বাংলাদেশের সাদা পোশাক যেন ক্রমশ হয়েছে আরও সাদা।

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেই খেই হারায় বাংলাদেশ। কোনো ব্যাটারই কার্যকর কিছু করতে পারেননি। মুমিনুল-মিরাজের অর্ধশতক কেবল কথার কথায় আশাবাদী করেছে। পঞ্চম দিনের সকালে ঘণ্টা খানেকের একটু বেশি সময় ধরে হয়েছে খেলা। তাতে করে ৩১৮ অবধি পৌঁছাতে সক্ষম হয় বাংলাদেশ। তাতে স্কোর কার্ডটাকে করেছে কিছুটা সহনীয়।

শেষ ব্যাটার হিসেবে আউট হন খালেদ আহমেদ। ৮১ রান নিয়ে অপরাজিত থেকে গেছেন মেহেদী হাসান মিরাজ। খোদ অধিনায়ক শান্ত শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ২১ রান। আগের ম্যাচের হাসেনি তার ব্যাট। ধারাবাহিকভাবে কোনো ব্যাটারই ভালো করতে পারেনি।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সিদ্ধান্তের যথার্থতাই প্রমাণ করে গেছে লংকানদের পুরো ব্যাটিং ইউনিট। কোন ব্যাটার সেঞ্চুরির দেখা পাননি বটে, কিন্তু প্রত্যেকেই খেলে গেছেন বড় সব ইনিংস।

তাতে করে শ্রীলঙ্কার মোট রান গিয়ে দাঁড়ায় ৫৩১। এত বিশাল সংগ্রহের পথে কোন ব্যাটার সেঞ্চুরি হাঁকাননি, সেটাও যে এক রেকর্ড। প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ৯৩ ও কামিন্দু মেন্ডিস ৯২ রানে থাকেন অপরাজিত। তখন অবধি বাংলাদেশ ছিটকে যায়নি ম্যাচ থেকে।

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। তেমন এক উইকেটে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৫০০ এর কাছাকাছি রান অন্তত করাই যায়। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার গল্প যেন শেষ হওয়ার নয়। দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নামা বাংলাদেশ অবশ্য ভাল কিছুর প্রত্যাশাই করছিল। ১ উইকেটে ৫৫ রান নিয়ে শেষ হয় দ্বিতীয় দিন।

পরদিন সকাল বেলায় শুরু হয় বাংলাদেশ ব্যাটারদের উইকেট বিলানোর উৎসব। চা বিরতির আগেই অলআউট বাংলাদেশ। সর্বসাকুল্যে ১৭৮ রানই সংগ্রহ করে বাংলাদেশের ব্যাটাররা। ঠিক সেখানে যেন লেখা হয়ে যায় বাংলাদেশের ম্যাচ ভাগ্য। যদিও বাংলাদেশের বোলাররা একটা শেষ লড়াই করবার প্রচেষ্টা চালায়। তৃতীয় দিনের শেষ সেশনে চেপে ধরে লঙ্কানদের।

২৫ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা হারায় তাদের মহামূল্যবান ৬টি উইকেট। বাংলাদেশকে ফলো-অনে ফেলে ব্যাটিংয়ের নিমন্ত্রণ দেয়নি শ্রীলঙ্কা। তা যেন হিতে-বিপরীত হয়ে ধরা দেয় শ্রীলঙ্কার জন্যে। ১০২ রান তুলতে গিয়ে নাভিশ্বাস উঠে যায় লংকান ব্যাটারদের। হাসান মাহমুদ যে অস্বস্তির অন্যতম কারণ।

তবে চতুর্থ দিন সকালবেলা অবশ্য আগের দিনের সেই ধারটা চোখে পড়েনি। আরও ৫৫ রান যোগ করে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তাতে করে বাংলাদেশের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৫১১ রান। এত বিশাল লক্ষ্য টপকানোর পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের নেই।

এমনকি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার জয়ও শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রার অর্ধেকের কম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ওটাই ছিল সর্বোচ্চ, এখনও তাই আছে। অতএব বাংলাদেশের যেন চিন্তাই ছিল কেবল ব্যবধান কমানো।

অন্তত সেই চিন্তা কাজে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। গোটা টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান বাংলাদেশ করেছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে। সেটা অবশ্য মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকের কল্যাণে। মুমিনুল ৫০ করে আউট হয়ে গেলেও, মিরাজ টিকে ছিলেন। লেজের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে মিরাজ ব্যবধান কমিয়েছে, টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। প্রথম ম্যাচে টাইগারদের ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে হারটা কিছুটা সম্মানজনক করতে পেরেছে শান্তর দল।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটি সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা। বাকি সবগুলো সিরিজই জিতে নিয়েছে লঙ্কানরা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

অধ্যাপক ইউনূস মার্চে জাপান সফরে যাবেন

আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে রোববার

বিস্তারিত »

ভরি ২২৭৮৫৬ টাকা সোনার দাম বেড়েছে

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

সাড়ে চুয়াল্লিশ বছর আগে যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সমাহিত করা হয়, সেই জিয়া উদ্যানে স্বামীর পাশেই শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকালে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »