শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক, ১৪৩২, ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

আবারও লঙ্কায় হোয়াইটওয়াশ টাইগাররা

ক্রীড়া ডেস্ক

আবারও শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শুরু থেকেই পাত্তা পায়নি বাংলাদেশ। কোন প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। টেস্ট সিরিজ জুড়েই দাপট দেখিয়েছে সফরকারীরা। চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশ হেরেছে ১৯২ রানের বড় ব্যবধানেই। বাংলাদেশের সাদা পোশাক যেন ক্রমশ হয়েছে আরও সাদা।

শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেই খেই হারায় বাংলাদেশ। কোনো ব্যাটারই কার্যকর কিছু করতে পারেননি। মুমিনুল-মিরাজের অর্ধশতক কেবল কথার কথায় আশাবাদী করেছে। পঞ্চম দিনের সকালে ঘণ্টা খানেকের একটু বেশি সময় ধরে হয়েছে খেলা। তাতে করে ৩১৮ অবধি পৌঁছাতে সক্ষম হয় বাংলাদেশ। তাতে স্কোর কার্ডটাকে করেছে কিছুটা সহনীয়।

শেষ ব্যাটার হিসেবে আউট হন খালেদ আহমেদ। ৮১ রান নিয়ে অপরাজিত থেকে গেছেন মেহেদী হাসান মিরাজ। খোদ অধিনায়ক শান্ত শেষ টেস্টের দুই ইনিংস মিলিয়ে করেছেন ২১ রান। আগের ম্যাচের হাসেনি তার ব্যাট। ধারাবাহিকভাবে কোনো ব্যাটারই ভালো করতে পারেনি।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সিদ্ধান্তের যথার্থতাই প্রমাণ করে গেছে লংকানদের পুরো ব্যাটিং ইউনিট। কোন ব্যাটার সেঞ্চুরির দেখা পাননি বটে, কিন্তু প্রত্যেকেই খেলে গেছেন বড় সব ইনিংস।

তাতে করে শ্রীলঙ্কার মোট রান গিয়ে দাঁড়ায় ৫৩১। এত বিশাল সংগ্রহের পথে কোন ব্যাটার সেঞ্চুরি হাঁকাননি, সেটাও যে এক রেকর্ড। প্রথম ইনিংসে কুশল মেন্ডিস ৯৩ ও কামিন্দু মেন্ডিস ৯২ রানে থাকেন অপরাজিত। তখন অবধি বাংলাদেশ ছিটকে যায়নি ম্যাচ থেকে।

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। তেমন এক উইকেটে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৫০০ এর কাছাকাছি রান অন্তত করাই যায়। তবে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার গল্প যেন শেষ হওয়ার নয়। দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নামা বাংলাদেশ অবশ্য ভাল কিছুর প্রত্যাশাই করছিল। ১ উইকেটে ৫৫ রান নিয়ে শেষ হয় দ্বিতীয় দিন।

পরদিন সকাল বেলায় শুরু হয় বাংলাদেশ ব্যাটারদের উইকেট বিলানোর উৎসব। চা বিরতির আগেই অলআউট বাংলাদেশ। সর্বসাকুল্যে ১৭৮ রানই সংগ্রহ করে বাংলাদেশের ব্যাটাররা। ঠিক সেখানে যেন লেখা হয়ে যায় বাংলাদেশের ম্যাচ ভাগ্য। যদিও বাংলাদেশের বোলাররা একটা শেষ লড়াই করবার প্রচেষ্টা চালায়। তৃতীয় দিনের শেষ সেশনে চেপে ধরে লঙ্কানদের।

২৫ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা হারায় তাদের মহামূল্যবান ৬টি উইকেট। বাংলাদেশকে ফলো-অনে ফেলে ব্যাটিংয়ের নিমন্ত্রণ দেয়নি শ্রীলঙ্কা। তা যেন হিতে-বিপরীত হয়ে ধরা দেয় শ্রীলঙ্কার জন্যে। ১০২ রান তুলতে গিয়ে নাভিশ্বাস উঠে যায় লংকান ব্যাটারদের। হাসান মাহমুদ যে অস্বস্তির অন্যতম কারণ।

তবে চতুর্থ দিন সকালবেলা অবশ্য আগের দিনের সেই ধারটা চোখে পড়েনি। আরও ৫৫ রান যোগ করে নিজেদের ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তাতে করে বাংলাদেশের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৫১১ রান। এত বিশাল লক্ষ্য টপকানোর পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের নেই।

এমনকি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার জয়ও শ্রীলঙ্কার লক্ষ্যমাত্রার অর্ধেকের কম। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ওটাই ছিল সর্বোচ্চ, এখনও তাই আছে। অতএব বাংলাদেশের যেন চিন্তাই ছিল কেবল ব্যবধান কমানো।

অন্তত সেই চিন্তা কাজে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। গোটা টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান বাংলাদেশ করেছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে। সেটা অবশ্য মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকের কল্যাণে। মুমিনুল ৫০ করে আউট হয়ে গেলেও, মিরাজ টিকে ছিলেন। লেজের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে মিরাজ ব্যবধান কমিয়েছে, টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে।

এ নিয়ে ষষ্ঠবারের মতো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। প্রথম ম্যাচে টাইগারদের ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো শ্রীলঙ্কা। সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে হারটা কিছুটা সম্মানজনক করতে পেরেছে শান্তর দল।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটি সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা। বাকি সবগুলো সিরিজই জিতে নিয়েছে লঙ্কানরা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »

চট্টগ্রামে পৌঁছেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত শনিবার (১৮ অক্টোবর)

বিস্তারিত »

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »

পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন আর নেই

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

বিস্তারিত »

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ওয়ানডেতে দৃশ্যপট উল্টো! আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতেই হার

বিস্তারিত »

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। গত শনিবার সংবাদমাধ্যমকে

বিস্তারিত »