বাঙালি জাতির জীবনে অনন্য দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এই দিন বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই স্বাধীনতার মূল মন্ত্র ।
মঙ্গলবার (২৬ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও মোস্তাক আহমেদ, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য কামাল উদ্দিন খোকন প্রমুখ।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন- স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। মুক্তিযুদ্ধের শহিদদের স্বপ্নকে বাস্তবায়িত ও দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের কর্তব্য।
শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি স্বপন কুমার মল্লিক, প্রেস ক্লাব সদস্য প্রদীপ নন্দী, মাহবুব উর রহমান, ই পারভেজ ফারুকী, যীশু রায় চৌধুরী, নুর উদ্দিন আহমেদ, আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, কুতুব উদ্দিন চৌধুরী, বশির আহমদ, অমিত বড়ুয়া, মোহাম্মদ মাসুদুল হক, আজিজুল কদির, মোহাম্মদ জহির, সুবল বড়ুয়াসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনার আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।