সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

এবার পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ক্রীড়া ডেস্ক

এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। আগের ম্যাচে আফগানদের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলা রোহিত শর্মা এদিন খেললেন ৮৬ রানের ইনিংস। মুলত তার ইনিংসে ভর করেই বাবর আজমের দলকে ৭ উইকেটে সহজে হারিয়েছে  কোহলিরা।

শনিবার( ১৪ অক্টোবর) মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি রোহিত ও শুভমান গিল। দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন মাত্র ২৩। ব্যক্তিগত ১৬ রানে শাহীন শাহ আফ্রিদির করা শর্ট ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে শাদাব খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন গিল। দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন কোহলি ও রোহিত।

ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি কোহলি। তাকে বিদায় করেছেন হাসান আলী। পাকিস্তানি এই পেসারের বলে মিড উইকেটের ওপর দিয়ে পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েছেন মোহাম্মদ নাওয়াজের হাতে। তাতে শেষ হয়ে কোহলির ১৬ রানের ইনিংস। একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলছিলেন রোহিত। ভারতীয় অধিনায়ক মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

রোহিতের ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস থামিয়েছেন আফ্রিদি। আফ্রিদির করা অফ কাটারে বিভ্রান্ত হয়ে মিড উইকেটে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। বাকি সময়টা দেখেশুনে খেলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। আইয়ার ৬২ বলে ৫৩ ও রাহুল ২৯ বলে ১৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে বেশ ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। দুজনে মিলে যোগ করেছিলেন ৪১ রান। সিরাজের করা গুড লেন্থের ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ইন সাইড এজ হয়ে আউট হয়েছেন ২০ বলে ২১ রান করা আব্দুল্লাহ শফিক।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম উল হকও। তাকে ফুল লেন্থের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানের এই ব্যাটার। তৃতীয় উইকেটে বাবরকে নিয়ে পাকিস্তানের হাল ধরেন রিজওয়ান। তারা দুজনে যোগ করেন ৮২ রান। বাবর হাফ সেঞ্চুরি তোলার পর ধৈর্য্য হারিয়ে সিরাজের বলে বোল্ড হয়েছেন।

মূলত এরপরই বিপর্যয় শুরু হয় পাকিস্তানের। তারা শেষ ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে। শেষের দিকে পাকিস্তানের আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। ভালো শুরু করলেও ১২ রানের বেশি করতে পারেননি হাসান আলী।

স্বীকৃত ব্যাটারদের মধ্যে ইফতিখার আহমেদ ৪, শাদাব খান ২ ও মোহাম্মদ নাওয়াজ ৪ রান করে আউট হয়েছেন। ভারতের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ, সিরাজ, পান্ডিয়া, কুলদীপ ও রবিন্দ্র জাদেজা। ভারতের ৬ বোলারের মধ্যে শুধুমাত্র উইকেট শূন্য ছিলেন শার্দুল ঠাকুর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস ১৪ রানের রোমাঞ্চকর জয়ে

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে হাইস্কোরিং লড়াইয়ে সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট

বিস্তারিত »

মোস্তাফিজ সুখবর পেলেন

আইপিএলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠের বাইরে থাকছেন না মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন সময়েই তিনি খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এমনটাই জানা গেছে

বিস্তারিত »

বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, ভারতে না খেললে পয়েন্ট হারানোর শঙ্কা

ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ম্যাচ ভেন্যু পুনর্বিবেচনার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফোর বরাতে

বিস্তারিত »

৪২৭৪ কোটি টাকা  ফিরল ব্যাংকে

 দীর্ঘদিন আতঙ্কে ব্যাংক থেকে তুলে নেওয়া টাকা আবার ফিরছে ব্যাংকিং ব্যবস্থায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মানুষের হাতে থাকা

বিস্তারিত »

জাদুকরি গুণে ১৪ হলুদ দুধ

দুধ খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। তবে শীতে ঋতু পরিবর্তনের ঠান্ডা আবহাওয়ায় নানা রোগের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে নিয়মিত হলুদ দুধ খাওয়ায় অভ্যাসের বিকল্প নেই

বিস্তারিত »

যা জানাল দূতাবাস, খামেনির দেশত্যাগের গুঞ্জন

ইরানের চলমান বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতস্থ ইরানি দূতাবাস। সম্প্রতি একটি আন্তর্জাতিক

বিস্তারিত »

মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শীতের মোটা কাপড় গায়ে

বিস্তারিত »