চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চলমান তৃতীয় বিভাগ ফুটবল লিগে সুপার ফোর পর্বের খেলা রবিবার (২৮ জুলাই) থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। এতে প্রতিপক্ষ হারিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল নগরের কদমতলীর ক্লাব কল্লোল সংঘ গ্রীন ও সিটি টাইগার।
শাহ আজিজ ইন্টারন্যাশনাল লি. এর আর্থিক পৃষ্ঠপোষকতায় প্রথম দিন দুপুর দেড়টার প্রথম খেলায় কল্লোল সংঘ গ্রীনের ২–১ আলোর ঠিকানাকে পরাজিত করে। বিজয়ী দল কল্লোল সংঘ গ্রীনের পক্ষে মেজবাহ ও আসিন এবং আলোর ঠিকানা পক্ষে আলিফ জাহান একটি করে গোল করেন।
বিকাল তিনটায় অনুষ্ঠিত দিনের আরেক খেলায় সিটি টাইগার ২–১ গোলে রিজেন্সী স্পোর্টসকে হারিয়েছে। সিটি টাইগারের হয়ে ইসলাম ও মুনতাসির এবং রিজেন্সীর পক্ষে সাবিদ একটি করে গোল করেন।
সোমবার (২৯ জুলাই) কোন খেলা নেই। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায়
রিজেন্সী স্পোর্টস বনাম কল্লোল সংঘ গ্রীন এবং বিকাল ৪টায় সিটি টাইগার বনাম আলোর ঠিকানা মুখোমুখি হবে।