মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১, ১৭ রমজান, ১৪৪৬

চসিকের একুশে পদক পেলেন শিল্পপতি নাছির উদ্দিন

মুক্তি৭১ ডেস্ক

চসিকের একুশে পদক পেলেন শিল্পপতি নাছির উদ্দিন২০২৪ সালে শিল্প উন্নয়ন ও সমাজসেবায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশে পদক পেয়েছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আলহ্বাজ মো. নাছির উদ্দিন (মরণোত্তর)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নগরের সিআরবির শিরীষতলায় চসিক আয়োজিত অমর একুশে বইমেলা মঞ্চে শিল্প উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আলহ্বাজ মো. নাছির উদ্দিন (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ কাছ থেকে মরহুমের পক্ষে পদকটি গ্রহণ করেন তাঁর বড় ছেলে সৈয়দ মোহাম্মদ তানভীর।

তিনি ছাড়াও ১৭ কবি-ছড়াকার, সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব,গবেষক, শিক্ষাবিদ, চিকিৎসকসহ সমাজের বিশিষ্টজন এ পদক লাভ করেন।

চসিক একুশে পদক -২০২৪ এর জন্য মনোনীতরা হলেন- মো. নাছির উদ্দিন (শিল্প উন্নয়ন ও সমাজসেবায়), রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়, (সংস্কৃতিতে), শহীদ সাইফুদ্দিন খালেদ (মুক্তিযুদ্ধ-স্বাধীনতা আন্দোলনে), আসহাব উদ্দিন আহমদ (ভাষা আন্দোলনে), প্রফেসর প্রদীপ চক্রবর্তী-শিক্ষায় (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান), সম্পাদক রুশো মাহমুদ (সংবাদ পত্র শিল্পের বিকাশ ও মনোন্নয়নে), প্রফেসর ডা. ‍মুহাম্মদ গোফরানুল হক (চিকিৎসায়), জসীম চৌধুরী সবুজ (সাংবাদিকতায়), শিশির দত্ত (নাটকে), শৈবাল চৌধুরী (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও গবেষণা), ফজিলাতুল কদর (নারী জাগরণ ও নারী নেতৃত্বে), জাকির হোসেন লুলু (ক্রীড়ায়), শামসুল আরেফীন (লোকসাহিত্য গবেষণা ) ও ড. শামসুদ্দিন শিশির (প্রবন্ধ ), কবি আবসার হাবীব ও কবি ভাগ্যধন বড়ুয়া (কবিতায়), অরুণ শীল ও শিবুকান্তি দাশ (শিশুসাহিত্যে)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বইমেলা মঞ্চ আজকে উনাদেরকে সম্মানিত করার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। এভাবে গুণীজনদের সম্মাননা না জানালে জাতিতে গুণীজনদের জন্ম হবেনা। সবার সহযোগিতা পেলে চসিকের অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক বইমেলায় পরিণত করার ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের অমর একুশে বইমেলাকে আমি আন্তর্জাতিক বইমেলায় পরিণত করতে চাই। আন্তর্জাতিক বিভিন্ন প্রকাশনা ও বিখ্যাত লেখকদের মিলনমেলায় পরিণত করতে আয়োজন করতে চাই চট্টগ্রাম বইমেলার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অমর একুশে বইমেলার আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

প্রসঙ্গত, আলহ্বাজ মো. নাছির উদ্দিন ১৯৫০ সালে ১৫ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুন্ডের দক্ষিণ সেলিমপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহ্বাজ আবদুল জলিল সওদাগর, মাতা আলহ্বাজ মোছাম্মৎ আমেনা খাতুন।
৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বড় ভাই মরহুম আবুল কাশেম মাস্টার সীতাকুণ্ড আসনে ১৯৯৬ ও ২০১০ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর দ্বিতীয় ভাই চট্টগ্রামের ব্যবসা করতেন। ছোট ভাই আলহ্বাজ জাফর উল্ল্যাহ একজন সমাজসেবক।

আলহ্বাজ মো. নাছির উদ্দিন ১৯৭৯ সালে ৭ মার্চ চট্টগ্রাম নগরের পাথরঘাটা নিবাসী মরহুম আলহ্বাজ শেখ মোশাররফ হোসেনের দ্বিতীয় কন্যা আলহ্বাজ সৈয়দা উম্মে হাবীবা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেশের এই বিশিষ্ট শিল্পপতির তিন সন্তান যথাক্রমে সৈয়দ মোহাম্মদ তানভীর, সৈয়দ মোহাম্মদ তানসীর,সৈয়দ মোহাম্মদ তাহমীর।

আলহ্বাজ মো. নাছির উদ্দিন ১৯৬৯ সালে ‘বলাকা সু’ নামে জুতার দোকানের মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৮৩ সালে গামের্ন্টস ব্যবসার সঙ্গে যুক্ত হন। ১৯৮৩ সালে নগরের ফিশারিঘাটে এন জেড এন নামে গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৯৪ সালে পরবর্তীতে বড় পরিসরে প্যাসিফিক জিনস নামে দ্বিতীয় গামের্ন্টস প্রতিষ্ঠান গড়ে তোলেন।

বর্তমানে তাঁর বড় ছেলে সৈয়দ মোহাম্মদ তানভীর গামের্ন্টস প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস(ডেনিম সেকশান) এর সাথে, সৈয়দ মোহাম্মদ তানসীর এনএইচটি হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম তথা বাংলাদেশের নির্মাণাধীন অন্যতম পাঁচ তারকা মানের হোটেল কুটিয়াড মেরিয়াডের ব্যবস্থাপনা পরিচালক, স্পোর্টস বিষয়ক চ্যানেল এন স্পোর্টস’র চেয়ারম্যান, অনলাইন নিউজ পোর্টাল পোর্ট্রেট নিউজ ২৪ ডট কম এবং খেলাধুলা বিষয়ক পত্রিকা ‘ক্রীড়া তরঙ্গ’ র ব্যবস্থাপনা সম্পাদক এবং সৈয়দ মোহাম্মদ তাহমীর টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত।

আলহ্বাজ মো. নাছির উদ্দিন একজন দানবীর লোক হিসাবে সুপরিচিত। তিনি এলাকাসহ বিভিন্ন জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

আইনজীবী হত্যায় ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

বন্দরনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ

বিস্তারিত »

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়

বিস্তারিত »

কালুরঘাট নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ

শত বছরের পুরোনো কর্ণফুলীর নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতু। কয়েক দফা সেতুটি মেরামত করে যান ও ট্রেন চলাচলের উপযুক্ত করা হলেও কিছুদিন যেতে না যেতেই

বিস্তারিত »

আনোয়ারায় চার শতাধিক রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আনোয়ারায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এসময় চক্ষু

বিস্তারিত »

পিকনিক বাসে  বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের  মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট

বিস্তারিত »

৫ বসতঘর আগুনে পুড়ে ছাই চট্টগ্রাম বোয়ালখালীতে

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনশেড মাটির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী

বিস্তারিত »