বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিনশেড মাটির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।
স্থানীয় ইউপি সদস্য মো.আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে বের হতে পেরেছে। ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেনি। অগ্নিদুর্গত পরিবারগুলো খোলা আকাশের নিচে শীতের এই সময়ে মানবেতর জীবনযাপন করছে।বাংলানিউজটোয়েন্টিফোর.কম