সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। যদিও জয়ের দৃশ্যপটটা চতুর্থ দিনেই তৈরি করে রেখেছিল শান্তর দল। দুই ইনিংসেই কিউইদের পরীক্ষায় নিয়েছেন তাইজুল ইসলাম। স্পিনবান্ধব হয়ে পড়া উইকেটে প্রথম টেস্টে রেকর্ড ব্যবধানে হারতে হলো সফরকারীদের।
শনিবার (২ ডিসেম্বর) শেষ দিনে নেমেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন আগেরদিন ৪৪ রানে অপরাজিত থাকা ড্যারিল মিচেল। অবশ্য এরপর তিনি আর চোখ রাঙাতে পারেননি সেভাবে।
মিচেলের বিদায়ের পর বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তবে সেই দৌড় তাদের বেশিদূর নিয়ে যেতে পারেনি। ব্যক্তিগত ফাইফারে (৫ উইকেট) তাইজুল কিউইদের গুড়িয়ে দিয়েছেন ১৮১ রানে। দ্বিতীয় ইনিংসে তাদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন মিচেল। বাংলাদেশের হয়ে তাইজুলের ৬টি ছাড়াও নাঈম হাসান ২টি, মেহেদি মিরাজ ও শরিফুল একটি করে শিকার ধরেন।
এর আগে চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সেই লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কিউইরা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা।
ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার টম লাথামকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান এই কিউই ওপেনার।
এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। তবে দলীয় ১৯ রানে উইলিয়ামসনকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান উইলিয়ামসন।
এরপর দলীয় ৩০ রানে ৮ বলে ২ রান করে আউট হন হেনরি নিকোলাস। তাকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় নিউজিল্যান্ড।
বিরতি থেকে ফিরে কিউই শিবিরে আঘাত হানে বাংলাদেশ। দলীয় ৪৬ রানে ৭৬ বলে ২২ রান করা কনওয়ে আউট করেন তাইজুল।
এরপর মিচেল একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৬ বলে ৬ রান করে টম বান্ডেল ও ২৬ বলে ১২ রান করে গ্লেন ফিলিপস সাজঘরে ফিরে যান।
এরপর ক্রিজে আসা কাইল জেমিসনকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন মিচেল। তবে দলীয় ১০২ রানে ২৬ বলে ১২ রান করা জেমিসনকে সাজঘরে ফেরান তাইজুল। এরপর ক্রিজে আসা ইশ সোধিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।