রবিবার, ৫ মে, ২০২৪, ২২ বৈশাখ, ১৪৩১, ২৫ শাওয়াল, ১৪৪৫

একসময়ের পর্দা কাঁপানো নায়িকার ঠাঁই এখন আশ্রয়ণ প্রকল্পে

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার নব্বই দশকের নায়িকা বনশ্রী। ১৯৯৬ সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতেই প্রথম অভিষেক ঘটে। এরপর একই মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর সে সময় আরও অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। তবে বিস্ময়কর হলেও এটাই সত্যি, একসময়ের পর্দা কাঁপানো নায়িকা এখন বেদে পল্লীতে, বাস করেন সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে।

সবাই তাকে বনশ্রী নামে চিনলেও তার পুরো নাম সাহিনা সিকদার। মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে তার বাড়ি। বাবা ঠিকাদারি করার কারণে সাত বছর বয়সেই শিবচর থেকে পাড়ি জমান রাজধানীতে। ইট-পাথরের নগরীতে এসে নাম লেখান সিনেমায়, জনপ্রিয়তাও পান। তবে সুখের সময়টা খুব বেশিদিনের ছিল না। গর্ভে সন্তান আসায় বাধ্য হয়ে একটা সময় সিনেমা থেকে সরে যান। এরপর দারিদ্র্যের কবলে পড়ে বাস করেন এক বস্তিতে। কাজবিহীন অসহায় ও মানবেতর জীবনযাপন করতে থাকেন। একটা সময় নিজের পেট চালানোর জন্য রাস্তায় রাস্তায় ফুল, বই বিক্রি করতেন। সর্বশেষ জানা যায়, তিনি শিবচরের মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে থাকেন।

গত ৬ নভেম্বর সরেজমিন যাওয়া হয় সেই আশ্রয়ণ প্রকল্পে। সেখানে গিয়ে দেখা যায় ওই গুচ্ছ গ্রামের টি-২৯ নম্বর ঘরে থাকেন বনশ্রী। সেখানেই কথা হয় তার সঙ্গে।

তার সঙ্গে কথা বলার ফাঁকে তিনি আরও জানান, তার দুই ছেলেমেয়ে। বড় মেয়েটি যখন ক্লাস সেভেনে পড়ে তখন কিডন্যাপ হয়েছিল। এরপর মেয়ের কোনো খোঁজ না পেয়ে একেবারে বৃদ্ধের মতো হয়ে পড়েন।

বনশ্রী জানান, তার মেয়েকে কিডন্যাপ করে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার মালিক সেলিম খান তাকে মডেল বানিয়েছেন। এরপর তাকে আর ফেরত দেয়নি। মেয়েকে ফেরত পাওয়ার জন্য থানাপুলিশের আশ্রয় নিয়েও ফেরত পাননি।

দেশ রূপান্তরকে বনশ্রী বলেন, মেয়েটির বিষয়ে আমি প্রশাসনের কোনো সাহায্য পাইনি। আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই জানি না।

তিনি আরও বলেন, এখন কষ্ট করেই দিন যাচ্ছে। মাঝে মাঝে রাজনৈতিক মিটিংয়ে যাই। ছেলেটা পঞ্চম শ্রেণিতে পড়ে, ওকে সময় দেই। আমি ঘরে বসে সেলাইয়ের কাজ করি। তবে করোনাভাইরাস আসার পর আর সেলাইয়ের কাজ পাই না। তবে নিজের জামাকাপড় নিজেই সেলাই করি।

বনশ্রীর দুর্দিনে পাশে এসে দাঁড়ায় শেখ হাসিনার সরকার। বছর কয়েক আগে প্রধানমন্ত্রী তার হাতে তুলে দেন ২০ লাখ টাকা। এতেও অভাব ঘোচেনি বনশ্রীর। স্থায়ী ঘর না থাকায় স্বস্তিতে ছিলেন না। সবশেষে ঠাঁই হয় আশ্রয়ণ প্রকল্পের ঘরে।

বনশ্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে ২০ লাখ টাকা দিয়েছেন। সেই টাকা আমি ব্যাংকে রেখেছি। সেই টাকার লাভের অংশ দিয়ে আমি চলতাম। আগে সেই টাকায় ২১ হাজার ৪শ টাকা লাভ পেতাম। এই টাকা দিয়ে ঢাকায় একটি ফ্ল্যাটে সাবলেট থাকতাম। পরে আনুমানিক ৪ বছর হবে সেই লাভের টাকা থেকে ৪ হাজার ২০ টাকা ব্যাংক কেটে নিয়ে যায়। বর্তমানে প্রতি মাসে ১৭ হাজার ২শ টাকার মতো ওখান থেকে লাভ পাই। কিন্তু সেই টাকায় নিজের ওষুধ কিনে সংসারের কেনাকাটা করে ছেলের পড়ালেখার খরচ চালানো যাচ্ছে না। পরে আমি চলে আসি গ্রামে। এখানে এসে একটি টিনের ঘর ভাড়া নেই। অনেকে আমাকে ঘর ভাড়া দিতে চায়নি। পরে টেলিভিশনে দেখি প্রধানমন্ত্রী মানুষকে ঘর দিচ্ছেন। গুচ্ছগ্রামে ঘর দিচ্ছেন। তখন আমি চিন্তা করলাম আমি ওখানে চলে যাব। এরপর এখানে চলে আসি। এখানে যেই ঘরে থাকি সেটা ঠিক ছোটখাটো একটি ফ্ল্যাটের মতো। এই আশ্রয়ণ প্রকল্পের ঘর আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এর থেকেও অনেক খারাপ ঘরে থেকেছি আমি। আমার মনে হয় কি জানেন? আমি বিপদে পড়ার পরে আমি ভালো একটি জায়গায় অবস্থান করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরে আছি। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। আমি আর এখন নায়িকা নেই। আমার মেয়েটি হারিয়ে গেছে। কোথায় আছে সে, জানি না আমি। শেখ হাসিনার দয়ায় একমাত্র ছেলেকে নিয়ে এই বেদে পল্লীতে বেঁচে আছি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, বনশ্রী একসময় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, তিনি ভূমিহীন ক্যাটাগরিতে আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছেন।

সৌজন্যে-দেশ রূপান্তর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিক্সের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ শো রুম উদ্বোধন করেছেন যমুনার ব্র্যান্ড এম্বেসেডর, জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শনিবার (৪ মে) সকালে চট্টগ্রামের ডিলার

বিস্তারিত »

বোয়ালখালীতে ৮ চেয়ারম্যান প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন জমা

তৃতীয় ধাপে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী অনলাইনে

বিস্তারিত »

চকরিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবুল বশর (২৫) নামে রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) ভোর ৪টার দিকে চকরিয়া খুটাখালীতে এ

বিস্তারিত »

রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

টানা তীব্র গরমে বন্ধ থাকা সারা দেশের সব মাধ্যমিক স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (৩ মে) থেকে খুলছে। শনিবার (৪ মে) বিকালে শিক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত »

ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে

পটিয়ার সাংসাদ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন,  সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা মন‌কে প্রফুল্ল ক‌রে। মাদকসহ যাবতীয় অসামা‌জিক কার্যকলাপ থে‌কে যুব সমাজ‌কে দূ‌রে রা‌খে। মাদককে

বিস্তারিত »

ফের ৪০ বিজিপি সদস্য ঢুকল বাংলাদেশে

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) মিয়ানমারের ৪০ নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার (৩ মে) দিবাগত রাতে ও শনিবার (৪ মে) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা

বিস্তারিত »

ফিলিস্তিনি জনগণের প্রতি আকুণ্ঠ সমর্থন রয়েছে বাংলাদেশের

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরের এক দ্বিপাক্ষিক বৈঠক শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বৈঠকে রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান

বিস্তারিত »

রাউজানে খালে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে খালের পানিতে ডুবে মাইমুনা আকতার রেখা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মীরধারপাড়া

বিস্তারিত »

জ্যোতিদের হারিয়ে সিরিজ জিতলো ভারত

টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত নারী ক্রিকেট দল। আগেই দুই ম্যাচ জেতায় সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে

বিস্তারিত »