আজ ১৫ অক্টোবর সোমবার, বিশ্ব গ্রামীণ নারী দিবস। গ্রামীণ নারীদের অধিকার সচেতন কবার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের লক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। আর আমাদের দেশের প্রেক্ষাপটে দিবসটি পালনের গুরুত্ব অপরিসীম। এখনও নারীসমাজ বঞ্চনা-অবহেলার শিকার হচ্ছে। শিকার হচ্ছেন নির্যাতনের। বঞ্চিত চাকরি ও বেতন-মজুরির ক্ষেত্রে। এ দেশে বেকারের সংখ্যা তিন কোটির ওপরে। এর মধ্যে এক তৃতীয়াংশই নারী। গ্রামীণ নারীদের অবস্থা আরও করুণ। অশিক্ষা, ধর্মান্ধতা, কুসংস্কার কুরে কুরে খাচ্ছে এসব গ্রামীণ নারীদের। অথচ আমাদের সংবিধান নারী অধিকারের স্বীকৃতি দিয়েছে। সংবিধানে বলা হয়েছে- সকল নারীই রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করবে।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় ১৫ অক্টোবরকে বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৮ সাল থেকে এর সদস্য দেশগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা শুরু করে। এই দিবসের সফলতা বাড়ছে প্রতিনিয়ত। বিভিন্ন আইন ও সচেতনতামূলক কর্মসূচির ফলে গ্রামিণ নারীদের বৈষম্যের হারও দিন দিন কমে আসছে।
অপরদিকে গৃহস্থালীর কাজসহ গ্রামীণ নারীরা কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। অথচ নারীর গৃহস্থালীর কাজকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। অবশ্য নারী উন্নয়নে সরকারের কিছু যুগান্তকারী উদ্যোগ রয়েছে। মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে দেয়া হচ্ছে বিশেষ সুবিধা। তারা বিনাবেতনে লেখাপড়া করতে পারছে। পাচ্ছে বৃত্তিও।
তবে পারিবারিক প্রতিবন্ধকতা, ঋণের জন্য চ্যালেঞ্জসহ নানা বাধা থাকলেও বসে নেই তারা। সমাজে একসময় নারী আবির্ভূত হচ্ছেন সফল এক জন উদ্যোক্তা হিসেবে।
সচেতন হচ্ছে মানুষ। গ্রামীণ জীবনে লাগছে শহুরে ছোঁয়া। জীবন ব্যবস্থার পরিবর্তনে সরকারও বদ্ধপরিকর। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার ঘটছে। নারী শিক্ষার ক্ষেত্রে অভিভাবকের মধ্যে আগ্রহ বাড়ছে। গ্রামীণ অনগ্রসর পরিবারের মেয়েরাও আজকাল উচ্চ শিক্ষা নিচ্ছে।
এদিকে আজ থেকে ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে হবে গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোগের উৎসব’। ‘আর্থিক অন্তর্ভুক্তি সপ্তাহ’ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। ময়মনসিংহবাসীর জন্য নিজেদের পণ্য নিয়ে আসছেন ব্র্যাকের নারী উদ্যোক্তারা। নিজেদের তৈরি পোশাক, খাদ্যসামগ্রী, আচার, হস্তশিল্প, কৃষিজ পণ্য, শো-পিস, প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্য নিয়ে ময়মনসিংহবাসীর সামনে হাজির হবেন তারা।