মেঘ মুলুকের পাহাড় থেকে
সানাইয়ের সুর এসে
দিচ্ছে হাওয়ার পাল উড়িয়ে নিবিড় ভালোবেসে
যাচ্ছে কারা বাঁধনহারা গুনগুনিয়ে আজ
বঙ্গজুড়ে কিসের আভাস মিষ্টি মধুর সাজ।
সাগরতীরের গাঙচিলেরা উড়ছে মেলে ডানা
জমকালো আজ হলো আসর আহ্লাদে মন টানা
স্বর্গপুরীর বাগান থেকে একটি পরি এসে
শান্তি সুখের পরশ দিলো অশান্ত এই দেশে।
সেই মেয়েটি নরম কোমল শুভ্র সফেদ ফুল
মিষ্টি মুখে বাণী দিয়ে ভাঙল যত ভুল।
দিনে দিনে সেই মেয়েটি বাড়িয়ে দিলো ঋণ
সেপ্টেম্বরের আটাশে তাঁর শুভ জন্মদিন।
বঙ্গদেশের কন্যা তুমি তোমায় ভালোবাসি
তোমার মুখে থাকুক জুড়ে হাসি রাশি রাশি
মায়াবনের রাণি তুমি বাজাও সুখের বীণ
সবার প্রিয় হাসু আপা শুভ জন্মদিন।