শেখ মুজিবের কন্যা তুমি
বুকে অসীম বল,
দুঃখ-শোকে শুকিয়ে গেছে
চোখের লোনা জল।
হারিয়েছ বাবা-মাকে
রাসেল সোনাভাই,
হারিয়ে স্বজন ভাই -ভাবীকে
বক্ষ পুড়ে ছাই।
তবু তুমি হাল ছাড়নি
যাচ্ছ একা লড়ে,
ছুটছ নানা দূর্যোগেও
শত কঠিন ঝড়ে।
নিজকে যারা ভাবতো প্রভূ
রাজা-মহারাজা,
দেশের চির শত্রু যারা
তাদের দিলে সাজা।
তুমি মাতা ভগ্নি তুমি
অনন্য অক্ষয়,
সাহস নিয়ে এগিয়ে চল
কাটিয়ে দ্বিধা-ভয়।
অকুতোভয় বীরের প্রতীক
কন্যা সাহসিকা,
তোমার হাতেই সম্ভাবনার
দীপ্ত জয়টীকা।