কথা দিলে কথা রাখেন, বরখেলাপের মানুষ না
তাঁর ওয়াদা-প্রতিশ্রুতি মিথ্যে রঙের ফানুস না।
যখন তিনি যে ওয়াদাই এই জাতিকে দিয়েছেন
তা পালনের পদক্ষেপও সত্যি তিনিই নিয়েছেন।
দেশের অর্থে পদ্মাসেতু বলেছিলেন করবেনই
বুক চিতিয়ে সে সেতুতে
ঠিক একদা চড়বেনই।
সেই ওয়াদার বাস্তবায়ন
করে তিনি ছাড়লেনই
সেতুর ওপর পাবেই গতি
দৃষ্টিনন্দন চার লেনই।
নিচে দিয়ে ট্রেন চলাচল করবে শোঁ-শোঁ গতিতে
আমার দেশে এমন সেতু কেউ দ্যাখেনি অতীতে।
পদ্মাসেতুর ঝলক দেখে তাকিয়ে আছে বিশ্ব যে
শেখ হাসিনা তৈরি করেন এই আচানক দৃশ্য যে।
তাঁর ওয়াদা যায় না বৃথা, বরখেলাপের মানুষ না
শেখ হাসিনার প্রতিশ্রুতি মিথ্যে রঙের ফানুস না।